সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ১০:১৭:১৭ পূর্বাহ্ন
আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে আনন্দঘন পরিবেশে আল আকসা কিন্ডারগার্টেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্লে গ্রুপ থেকে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে এই স্কুলটি। উদ্বোধনের দিনেই একাধিক অভিভাবক তাদের কোমলমতি শিশুদের ভর্তির জন্য মত প্রকাশ করেছেন।
বুধবার সকালে শহরের দক্ষিণ আরপিননগর সড়ক ভবনের বিপরীতে (বারি মঞ্জিল) প্রতিষ্ঠানটির ক্যা¤পাসে পরিচালক মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আলী খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দরগাহপুর মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হক আজিজ, তেঘরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আজিজুর রহমান আজিজ, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন ও গণমাধ্যমকর্মী মো. বায়েজীদ বিন ওয়াহিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, জামতলা জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান, কাজিরপয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ উদ্দিন, তেঘরিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন সুনামগঞ্জী, নতুন হাসননগর মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, দশগ্রাম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলী আকবর, সুনামগঞ্জ মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউল হক। আরো উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ হাসান মাহমুদ, সাচনাবাজার মাদ্রাসার শিক্ষক হাফিজ শাহীন, মাওলানা হুজায়ফা মাহমুদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইউসুফ। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা জহিরুল ইসলাম ও প্রিন্সিপাল মাওলানা আলী খান তাঁদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্যই এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। মনোরম পরিবেশে শহরের পাশেই অবস্থিত আল আকসা কিন্ডারগার্টেনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও সুস্থ মানসিক গঠন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সহযোগিতা কামনা করে আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল