সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক
কর্মশালায় বিশেষজ্ঞদের মতামত

উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধি জরুরি

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:২৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:২৪:৫৯ পূর্বাহ্ন
উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধি জরুরি
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এই রোগের প্রকোপ কমাতে সরকার ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে উচ্চ রক্তচাপ এবং অন্যান্য অসংক্রামক রোগের কার্যকর প্রতিরোধ ও চিকিৎসা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে টেকসই ও পর্যাপ্ত অর্থায়ন জরুরি। এই প্রসঙ্গে শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে আয়োজিত ‘উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা : বাংলাদেশ প্রেক্ষিত’ সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) -এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সিলেট বিভাগের ৪৭ জন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ শীর্ষে রয়েছে। এসব রোগই দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী। কিন্তু এ রোগগুলো মোকাবেলায় স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত বাজেটের মাত্র ৪.২ শতাংশ ব্যবহার করা হয়, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধ সরবরাহ নিশ্চিত করাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। দেশটি প্রাথমিক স্বাস্থ্যসেবায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ হলেও বাজেট বরাদ্দ ও এর কার্যকর ব্যবহারে ঘাটতি রয়েছে। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা। বক্তারা উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ মোকাবেলায় স্বাস্থ্য বাজেট বাড়ানোর পাশাপাশি কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স