স্টাফ রিপোর্টার ::
স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক ফারুক আহমদ বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত নিজেকে জানা। মানবিক মানুষ ও ভাল মানুষ হওয়া। তাহলেই আগামী সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতীর নেতৃত্ব দিবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা’র (নসকস) ৩৩তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জন করতে হবে। শুধু শিক্ষিত হলেও চলবেনা, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা অর্জন ছাড়া কেউ নিজেকে জাতির কল্যাণে প্রতিষ্ঠিত করতে পারেনা। নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী সিরাজুল ইসলাম, হাজ্বী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. সাদিয়া জাহান মনি, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্কুল ও মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির নসকস বৃত্তিপ্রাপ্ত ৪০ জন মেধাবী ছাত্রছাত্রীকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দোয়ারাবাজারে স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক ফারুক আহমদ
শিক্ষার্থীরা দেশ ও জাতির নেতৃত্ব দিবে
- আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৩৮:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:১০:৫৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ