সেলবরষ ইউনিয়নে বিট পুলিশিং সভা
- আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫২:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৫২:০১ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চোরাচালানসহ সব ধরনের অপরাধ নির্মূল করার লক্ষ্যে ধর্মপাশা উপজেলার গাবী বটতলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ধর্মপাশা থানা পুলিশ এই সভার আয়োজন করে।
থানার ওসি মোহাস্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ (এএসপি) আলী ফরিদ আহমেদ। এসআই ইমরান তালুকদারের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য আবদুর রউফ উজ্জ্বল, স্থানীয় বাসিন্দা মজিবুর রজমান, বজলু মিয়া, আবদুল মোতালেব, রিংকু তালুকদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ