সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

বৃক্ষমেলায় বাহারি গাছের সমাহার, সুলভ মূল্যে মিলছে গাছের চারা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৫:৪৬ পূর্বাহ্ন
বৃক্ষমেলায় বাহারি গাছের সমাহার, সুলভ মূল্যে মিলছে গাছের চারা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় দেশী-বিদেশী প্রজাতির গাছের চারা সুলভ মূল্যে বিক্রি শুরু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে শুরু হওয়া মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি ব্যবসায়ীদের ৩২টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিটি স্টলে রয়েছে দেশী-বিদেশী গাছের সমাহার। মেলার শুরু থেকে ভালো বেচা-কেনা হচ্ছে বলে জানান একাধিক নার্সারির মালিক। এবারের মেলায় ফল গাছের চারার মধ্যে রয়েছে রামবুটান, লংগান, খরচল, চেরিফল, কদবেল, স্বরূপা, সফেদা, আনার, ডালিম, মাল্টা, কমলা, আতাফল, আম, আমলকি, পেয়ারা, বরিশালের আমড়া, জলপাই, লটকন, লেবু, জাম্বুরা, বড়ই, নারকেল, কামরাঙ্গা প্রভৃতি। ঔষধি গাছের চারার মধ্যে রয়েছে নিম, বহেড়া, হরিতকি, এলোভেড়া, ডায়াবেটিস প্রতিরোধের গাছের চারা, পাথরকুচি, বাসক, তুলসী, থানকুনি প্রভৃতি। ফুল গাছের চারার মধ্যে রয়েছে বাগান বিলাস, রঙ্গন, অলকানন্দা, পদ্ম, স্থল পদ্ম, কাঠ গোলাপ, ক্যামেলিয়া, জবা, আনিকা, টগর, পাতা বাহার, মুসনরা, গোলাপ, গাদা, মাধবী লতা, রজনীগন্ধা, আইভিলরা, কলাপাতি, মিনজুরী, তালপাম্প, ছাইপাম্প, পেরিকলা, চাইনিজ বাঁশ, নাকাচুরা, সিজিয়াম, মছন্ডা, শেওড়া, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, ডালিয়া, চায়না রোজ, বেলী, টিউলিপ, সূর্যমুখি, গন্ধরাজ, হাসনাহেনা, নয়নতারা, কবরী, অপরাজিতা, কলমি লতা, কামিনী, কলাবতী, পপি, চামেলী, বকুল, সন্ধ্যা মালতি, অর্কিড, ক্যাকটাস প্রভৃতি। দেশী ও বিদেশী কাঠ গাছের চারা বিক্রি হচ্ছে। মেহগনি, আম, জাম, শিলকড়ই, কদম, ছামল, শিমুল, সেগুন, গামাইর, লম্বু, কুমা, কড়ই, রেইনট্রি প্রভৃতি। রাজু আনিকা নার্সারির মালিক রাজু আহমদ বলেন, আমার নার্সারিতে দুষ্প্রাপ্য দেশী-বিদেশী ঔষধি, ফলের, ফুলের এবং কাঠ গাছের চারা রয়েছে। মেলার আগের দিন দুপুর থেকে বেচা-কেনা শুরু হয়েছে। সকল প্রকার গাছের চারা আছে আমার নার্সারিতে। মা বাবার দোয়া নার্সারির মালিক শাহিদ মিয়া বলেন, আমার নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। ক্রেতারা সকাল থেকে কিনে নিচ্ছেন তাদের পছন্দের চারা গাছ। আশাকরি বেচা-কেনা ভাল হবে। সাজানো বাগান নার্সারির মালিক তৌফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার বেশি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রেখেছি। ক্রেতাদের পছন্দের চারা গাছ আছে নার্সারিতে। গত বছরের মতো চারা গাছের দাম সমমানে রেখেছি। সুনামগঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ বলেন, এবারের মেলায় আগের দিন থেকে বেচা-কেনা শুরু হয়েছে। বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রতিটি নার্সারিতে রয়েছে। প্রত্যেক নার্সারিতে ক্রেতাদের পছন্দের চারা আছে। মেলায় বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি পাবে। আশাকরি আগামী ৩১ আগস্ট পর্যন্ত মেলায় ভাল বেচা-কেনা হবে। গাছ রোপণের মাধ্যমে দেশে বনায়ন বৃদ্ধি পাবে এবং সুস্থ পরিবেশ তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল