সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:২২:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক প্রবাসীর পৈতৃক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছে একটি চক্র। ভুক্তভোগী পরিবারের লোকজন আইনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার। চরম আতঙ্কে ভোগছেন প্রবাসীর পরিবারের সদস্যরা। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তফশীল অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের আসামমুড়া মৌজার এস.এ জে.এল নং ২৫৫, এস.এ খতিয়ান নং-৩৭,১/১৮,০৭,৪৩,১৫,১০০,১৯,৬২,৩৯ এস.এ দাগ নং-০৬, বতর্মাণ খতিয়ান নং ১৭০, জে.এল নং ৩৪, দাগ নং-৮, পরিমাণ-৫.৬৯৫০ একর লায়েক পতিত ও বোরো ভূমি রয়েছে। ভূমিটির প্রকৃত মালিক আসামমুড়া গ্রামের মৃত সুফি মিয়ার উত্তরাধিকারী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জায়গার বেশির ভাগ অংশে ধান চাষাবাদ করা হয়েছে। কিছু অংশে একটি টিনের চালার ছোট ঘর রয়েছে। মূলত এই ঘরটি রাতারাতি নির্মাণ করেছেন ওই গ্রামের সমছুল মিয়ার ছেলে শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম। বাকি অংশে চাষাবাদ করেছেন প্রবাসী পরিবারের লোকজন। পুরো জায়গার চার পাশে সীমানা পিলার রয়েছে। আসামুড়া গ্রামের প্রবাসীর জায়গায় রাতের আধারে ঘর নির্মাণকারী শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম জানান, আমরা এই জায়গাটি গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে ক্রয় করেছি। অজুদ মিয়া আমাদেরকে এই জায়গাই ঘর নির্মাণের জন্য বলেছেন তাই আমি এখানে ঘর নির্মাণ করেছি। আমি জায়গা ক্রয় করে মালিক হয়েছি। তবে এখন শুনতে পেরেছি জায়গাটি জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের। এই বিষয়ে গ্রামের পঞ্চায়েতরা অবগত রয়েছেন। থানা পুলিশ আমাদেরকে বলেছেন এই জায়গায় আপাতত কোন কাজ না করার জন্য। আমরা আর তেমন কোন কাজ করিনি। গ্রামের মুরব্বী নজরুল ইসলাম ও তালেব আলী জানান, এই জায়গার মূল মালিক প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। কিছুদিন আগে গ্রামের শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে জায়গা ক্রয় করেছেন। শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম যে জায়গায় ঘরটি নির্মাণ করেছেন সেটি প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের পৈতৃক স¤পত্তি। বিষয়টি গ্রামের সবাই অবগত আছেন। ভুক্তভোগী সাইফ উদ্দিনের স্ত্রী ঝুমা আক্তার জানান, আমাদের ঘরে পুরুষ মানুষ বলতে কেউ নাই। আমার স্বামী ও আমার ভাশুর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এই জায়গাগুলোতে আমরা চাষাবাদ করে আসছি। একটি চক্র আমাদের পরিবারের অগোচরে রাতের আধারে জমিগুলো দখল করার চেষ্টা করে যাচ্ছে। আমরা বৈধ মালিক হয়েও কোন আইনী প্রতিকারও পাচ্ছি না। চক্রটি আমাদের সব জমিই দখলে নিতে চাইছে। আমরা খুবই আতঙ্কে আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই ভূমিখেকো চক্রের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের ভগ্নিপতি উপজেলার গাজীনগর গ্রামের নুরুল হক জানান, আমরা থানা ও কোর্টে অভিযোগ দিয়েছে। আমার শ্বশুরের বৈধ সম্পত্তি একটি ভূমিখেকো চক্র দখল করে নিতে চাচ্ছে। কিছু জায়গায় তারা রাতের আধারে ঘর নির্মাণ করেছে। এই চক্রটি আইন আদালত কিছুরই তোয়াক্কা করে না। আমার শ্বশুরের বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে তারা জমিগুলো দখল করতে চাইছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, এই বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছিলেন প্রবাসীর স্ত্রী ঝুমা আক্তার। তবে জায়গা সংক্রান্ত কাজ আমাদের না। আমরা এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষের মধ্যে যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য উভয়পক্ষের সাথে কথা বলেছি। মূলত জয়গা সংক্রান্ত কাজ মহামান্য আদালত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেখবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল