সুনামগঞ্জ , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপদ হবে কবে? গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করলেন দুই শিক্ষার্থী সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক হাওরের উন্নয়নে সঠিক পরিকল্পনা চাই: সালেহিন চৌধুরী শুভ ১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৫৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৫৮:০২ অপরাহ্ন
চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা
সুনামকণ্ঠ ডেস্ক :: চব্বিশের পটপরিবর্তনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন একটি দলের আত্মপ্রকাশ নিয়ে আলোচনা শুরু হয় জোরেশোরে। এই আলোচনায় সরব ছিল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক জল্পনাকল্পনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আত্মপ্রকাশ করেছে দলটি। দলটি নিয়ে নানাজন নানা কথা বলছেন। তরুণদের এই দল নিয়ে মিশ্র ভাবনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে শুক্রবার আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক হয়েছেন। সদস্যসচিব হয়েছেন আরেক সমন্বয়ক আখতার হোসেন। এ ছাড়াও আন্দোলনের সম্মুখ সারির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অনেকে আছেন দলটির নেতৃত্বে। এনসিপিকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন ও মতাদর্শ নিয়ে প্রশ্ন আছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাঁরা বলছেন, রাজনীতিতে বহু মত ও পথের চর্চায় নতুন একটি দলের যুক্ত হওয়া অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু নতুন দলটির উত্থাপিত ‘সেকেন্ড রিপাবলিক’ এবং গণপরিষদ নির্বাচনসহ প্রশ্ন উঠেছে আরও নানা বিষয়ে। তাঁদের কর্মকা-ে অভিজ্ঞতা ও প্রজ্ঞার অভাবও স্পষ্ট। এখান থেকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোতে গিয়ে এই দলের হোঁচট খাওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে। এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলে গত শনিবার রাজধানীতে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে নিয়ে আসার পেছনে রাষ্ট্রব্যবস্থাকে আরও দীর্ঘায়িত ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কার কথা বলেছেন বিএনপির এই নেতা। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গত শনিবার এই দল প্রসঙ্গে এক অনুষ্ঠানে রিজভী বলেন, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই ভালো ভালো কথা বলেছেন। কিন্তু রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাইনি। গত জুলাই-আগস্টে অসাধ্য সাধনকারীদের নেতৃত্বে একটি নতুন দলের আত্মপ্রকাশকে ‘খুশির খবর’ বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে দলটির সামনে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন তিনি। নতুন দল প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, নতুন করে কোনো কিছু গড়ে তোলা কষ্টসাধ্য। এটা করতে যে রকম অভিজ্ঞতা ও ধৈর্য দরকার; দলটি যাঁরা করেছেন, তাঁদের মধ্যে এটার কমতি লক্ষ করা গেছে। আশা করছি তাঁরা ভালো করবেন। তবে অনেক চ্যালেঞ্জ আছে। এনসিপি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ স¤পাদক সাইফুল হকের। তবে দলটির হোঁচট খাওয়ার আশঙ্কার কথাও বলেছেন তিনি। তিনি বলেন, যেটুকু দেখেছি, তাদের (এনসিপি) আদর্শের জায়গাটা কী হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। যে বাতাবরণে দলটি তৈরি করা হচ্ছে, তাতে হোঁচট খাওয়ার আশঙ্কা আছে। কারণ তাঁদের লোকজন এখনো সরকারে আছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাঁদের পেছনে আছে। সেখান থেকে সরে এসে জনগণের আস্থা অর্জন করতে না পারলে কতটা কী করতে পারবে, সে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নতুন এই দল যদি ইতিবাচক রাজনীতি করে, অসাম্প্রদায়িকতা চর্চা করে, সেটা বাংলাদেশের রাজনীতিতে কতগুলো ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হবে। নতুন দল নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা থাকতেই পারে। মূল বিষয়টা হচ্ছে, তারা কী করতে চায়। সেকেন্ড রিপাবলিক নিয়ে তারা কথা বলছে, যা বোধগম্য নয়। কিন্তু এখন পর্যন্ত দেশ ও দেশের মানুষের স্বার্থে কিছু করার দৃষ্টিভঙ্গি দেখছি না। -আজকের পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়ক নিরাপদ হবে কবে?

সড়ক নিরাপদ হবে কবে?