সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
সুনামগঞ্জ পৌর প্রশাসকের উদ্যোগ

এককালীন পেনশন পেলেন ১২ কর্মকর্তা-কর্মচারী

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১২:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১২:১৯:৫১ অপরাহ্ন
এককালীন পেনশন পেলেন ১২ কর্মকর্তা-কর্মচারী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত ১২ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এককালীন অবসরপ্রাপ্ত পেনশনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় পৌর প্রশাসকের কার্যালয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের হাতে ১ কোটি ১৪ লাখ টাকার চেক তুলে দেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। চেক হাতে পেয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, দীর্ঘদিন পর কোনো ধরনের ভোগান্তি বা হয়রানি ছাড়াই নিজেদের প্রাপ্ত অধিকারটুকু তাঁরা বুঝে পেয়েছেন। অতীতে বিভিন্ন মেয়র দায়িত্বে থাকলেও তারা এই বিষয়ে কোনো উদ্যোগ নেননি। যার কারণে নিজেদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত ছিলেন। পৌরসভার দায়িত্ব যখন প্রশাসকদের কাছে দেওয়া হয় তখন পৌর প্রশাসক বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পেনশনের টাকা এককালীন দেওয়ার উদ্যোগ নেন। যা দেশের মধ্যে অনন্য নিদর্শন বলে মন্তব্য করেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। পেনশনের এককালীন টাকা পেয়ে আনন্দিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়াত কর্মচারীদের পরিবারের সদস্যরাও। পেনশনের চেক হাতে পেয়ে মো. মতিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে পেনশনের টাকার জন্য ঘোরাঘুরি করছি, কিন্তু পাইনি। বর্তমানে পৌর প্রশাসক স্যার দায়িত্ব নেওয়ার পর এই ভোগান্তির পালা শেষ হয়েছে। আজকে আমার পেনশনের ৮ লাখ ৮৫ হাজার ৬৯ টাকার চেক হাতে পেয়েছি। রমজান মাস চলছে, সামনে ঈদ, চেকটা হাতে পেয়ে সত্যি আমি আনন্দিত। আমিনুল ইসলাম চৌধুরীর পক্ষে সালাম চৌধুরী চেক গ্রহণ করার পর বলেন, কোনোরকমের হয়রানি ছাড়াই ১৭ লাখ ৮ হাজার ৮৮৪ টাকার চেক হাতে পেয়েছি। কাউকে এজন্য একটা টাকাও দিতে হয়নি। এককালীন টাকা দেওয়ার উদ্যোগ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্যার নিয়েছেন, আমরা সবাই স্যারের প্রতি কৃতজ্ঞ। শিবু প্রসাদ দত্ত বলেন, এককালীন পেনশনের টাকা হাতে পাওয়ায় টাকাগুলো দিয়ে কিছু একটা করে বাকি দিনগুলো কাটাতে পারবো। তাছাড়া ভোগান্তি ছাড়া এভাবে এককালীন টাকা পাবো তা কল্পনাও করিনি। আজকে ১৩ লাখ ১৪ হাজার ৫৮৮ টাকার চেক হাতে পেয়েছি। এই ধরনের মানবিক উদ্যোগ নেওয়ায় পৌর প্রশাসক স্যারের প্রতি সকল কর্মকর্তা-কর্মচারী কৃতজ্ঞ। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পৌরসভায় সারাজীবন চাকরি করে অবসরে যাওয়ার পর নিজের প্রাপ্ত অধিকার পেনশনের টাকা না পাওয়ার যে ট্রেডিশন, সেটি আমরা ভাঙার চেষ্টা করেছি। আমি পৌরসভার দায়িত্ব নেওয়ার পর যখন জানতে পারলাম আমাদের অনেক সহকর্মী অবসরে যাওয়ার পর এককালীন পেনশনের টাকা পাচ্ছেন না, তখন আমরা উদ্যোগ নিয়েছি এককালীন পেনশনের টাকা পরিশোধ করার। তিনি বলেন, আজকে পৌরসভার অবসরপ্রাপ্ত ১২ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে এককালীন পেনশনের ১ কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করেছি। যখন এসব মানুষের হাতে এককালীন তাদের প্রাপ্য টাকার চেক তুলে দিতে পেরেছি. তখন নিজের কাছেই একটা ভালো লাগা কাজ করেছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল