সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

মোল্লাপাড়ায় বাঁধের মাটি দিয়ে রাস্তা নির্মাণ!

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৪:২২ পূর্বাহ্ন
মোল্লাপাড়ায় বাঁধের মাটি দিয়ে রাস্তা নির্মাণ!
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন হাওরের রাস্তা নির্মাণে একই স্থানের পুরাতন বেড়িবাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করা হয়েছে। অন্তত ২ শত ফুট রাস্তায় নামেমাত্র মাটি ফেলে নির্মাণ দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন হাওরের রাস্তা নির্মাণে একই স্থানের পুরাতন বেড়িবাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করা হয়েছে। খাল খননের ন্যায় এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলন হয়েছে। এই বাঁধের আশপাশের কয়েক জায়গায় জমিতে পুকুরের ন্যায় প্রশস্ত ও গভীর করে খনন করা হয়েছে। প্রায় ২ শত ফুট নামেমাত্র মাটি ফেলে রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া যাতায়াতের পাকা সড়কের উপর মাটি সংরক্ষণ করায় ধুলাবালি জমে এবং বাতাসে উড়ে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। অভিযোগ উঠেছে, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের টি.আর প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ২ লাখ টাকা ব্যয়ে এই হাওর এলাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। একই সাথে পুরাতন বেড়িবাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করে গ্রামের বেশিরভাগ বাড়িতে বেচাকেনা করা হয়েছে। লালপুর গ্রামের পাকা সড়কের পাশে নামেমাত্র মাটি ফেলা হয়েছে। কিন্তু মাটি বেচাকেনার ব্যবসা হয়েছে বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রামের মানুষে মাটি কিনেছেন। কিন্তু অন্যান্য মাটির কাজ কিছুই হয়নি। বরং পাকা রাস্তার উপর মাটি সংরক্ষণ করায় ধুলাবালির উৎপাদন হয়েছে। রমজানের দিনে পরিচ্ছন্ন রাস্তায় এখন মাটি ও ধুলিকণার স্তূপ। যা বাতাসে উড়িয়ে আশপাশের পরিবেশ নোংরা করছে। মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, আমি সদর উপজেলা পিআইও অফিস থেকে ২ লাখ টাকা টিআর প্রকল্পের আওতায় বরাদ্দ পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যার পানিতে এলাকার মানুষের বসতঘর ডুবে যায়। তাই মানুষে মাটি কিনেছেন। এস্কেভেটর মেশিন আমিই এনেছিলাম। তিনি বলেন, আমার ইউনিয়নজুড়ে আরও প্রায় ৮টি প্রকল্পের কাজ চলছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত বলেন, টিআর প্রকল্পের আওতায় মোল্লাপাড়া ইউনিয়নে রাস্তা সংস্কারের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মাটির কাজ চলছে। তদন্ত করে যদি কাজে অনিয়ম পাওয়া যায়, তবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স