তেল মজুদ রাখায় দোকানিকে জরিমানা
- আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪০:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪০:০১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে বাজার মনিটরিং কমিটির অভিযানে ১ হাজার ৮শ লিটার সয়াবিন তেল মজুদ রাখা ও ফুটপাতে মালামাল রাখায় এক মুদি দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ৩ দোকানিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন জেল রোড, জগন্নাথবাড়ি, মোরগের হাট, মাংসের বাজার ও ফলবাজারে এই অভিযান চালানো হয়েছে।
সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবির আহমদ শাওনের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত বাজার মনিটরিং কমিটি বাজার তদারকিতে বের হয়। এ সময় জয়সত্য এন্টারপ্রাইজের মালিক শঙ্কর রঞ্জনকে ফুটপাতে মালামাল রাখায় এক হাজার টাকা এবং তার গুদামে ১ হাজার ৮শ লিটার সয়াবিন তেল মজুদ রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জগন্নাথবাড়ি রোডের দোকানি বাপ্পিকে জনসম্মুখে মূল্য তালিকা না রাখায় ৫শ টাকা, বণিক ব্রাদার্সের মালিক বলরাম বণিককে মূল্য তালিকা না রাখায় এক হাজার টাকা এবং ফুটপাতে মালামাল রাখায় মুদি দোকানি লিটন পালকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবির আহমদ শাওন।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মার্কেটিং অফিসার) আহমদ আসিফুর রহমান, জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফয়সল আহমদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ