সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক
যানজটে চরম ভোগান্তি

শহরে মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত রিকসা ও ইজিবাইক

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০১:০০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০১:০৮:০০ পূর্বাহ্ন
শহরে মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত রিকসা ও ইজিবাইক
তানভীর আহমেদ ::
সুনামগঞ্জ পৌর শহরে যানজট এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শহরের প্রধান সড়ক ও মোড়গুলোতে যানজটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন জনসাধারণ। এর কারণ হিসেবে সচেতন ব্যক্তিবর্গ দায়ি করছেন, সড়কে মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত রিকসা ও ইজিবাইক (অটোরিকসা) চলাচল এবং ফুটপাত দখলকে।
এছাড়া সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ট্রাফিক পুলিশের কঠোর নজরদারির দাবিও জানান তাঁরা। শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট), কালিবাড়ি পয়েন্ট, পুরাতন বাস-স্টেশন, কোর্ট পয়েন্ট, ডিএস রোড, সদর থানার সামনের সড়ক, কাজির পয়েন্ট, ষোলঘর পয়েন্টসহ অন্তত ১০টি পয়েন্টে নিয়মিত যানজট লেগে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত এসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। যানজটের কারণে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়িগুলোও সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছে না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া বেশিরভাগ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা-বাণিজ্য। অন্যদিকে যত্রতত্র যানবাহন পার্কিং করে যাত্রী ওঠা-নামা করানোর কারণে সড়কের প্রতিটি মোড়েই এক ধরনের বিশৃঙ্খলা বিরাজ করে। পৌর শহরের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে দিন-দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা সচেতন পৌরবাসীর। যানজটের প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত শহরায়ন, প্রশস্ত সড়কের অপ্রতুলতা, অবৈধ পার্কিং, মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত রিকসা ও ইজিবাইকের (অটোরিকসা) লাইসেন্স প্রদান, ফুটপাত দখল এবং ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শহরের বেশিরভাগ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য চলছে। ফলে পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে আসছে। এছাড়া শহরে মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত রিকসা ও ইজিবাইক চলাচলের কারণে যানজট নিয়মিত লেগেই থাকে। যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে স্থানীয়রা বলছেন, সড়কের প্রশস্ততা বৃদ্ধি, অবৈধ পার্কিং উচ্ছেদ, ফুটপাত দখলমুক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন করা জরুরি। এছাড়া গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন তাঁরা। সচেতনমহল বলছে, সড়কে ব্যাটারিচালিত রিকসা অতিরিক্ত থাকায় বাড়ছে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এগুলো নিয়ন্ত্রণ করা এখন খুবই জরুরি। এর পরিমাণ আরও বেড়ে গলে নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। এই যানবাহনগুলো মূল সড়ক বা মহাসড়কে চলার কোনো সুযোগ নেই। যেসব কারখানায় এসব অবৈধ যানবাহন তৈরি/বিক্রি হচ্ছে সেসব স্থানেও অভিযান চালানো প্রয়োজন। এসব বাহন নিয়ন্ত্রণের জন্য পৌর কর্তৃপক্ষকে নীতিমালা তৈরি করার আহ্বানও জানান।
ষোলঘরের বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, সড়কে যানজট লেগে থাকে। ৫ মিনিটের রাস্তা যেতে অনেক সময় ১০-১৫ মিনিট লাগে। এতে করে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। দিন-দিন যেভাবে শহরে যানজট বাড়ছে তা নিয়ন্ত্রণ করা এখনই জরুরি।
হাছননগরের বাসিন্দা মোনায়েম মিয়া বলেন, সড়কের যেদিকেই তাকাই শুধু রিকসা আর ইজিবাইক চোখে পড়ে। এতোগুলা রিকসা চলাচল করলে তো যানজট থাকবেই। ২-৩ বছর আগে তো শহরে এতো রিকসা ছিলো না, তখন যানজটও ছিল না। ছোট্ট একটি শহরে হাজার-হাজার ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকসার কি প্রয়োজন ছিল। সীমিত সংখ্যক রিকসার অনুমোদন দিলে এই সমস্যা হতো না।
সুলতানপুরের বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, ঢাকা শহরের মতো সুনামগঞ্জে এখন যানজট লেগেই থাকে। হাত বাড়ালেই শত-শত ব্যাটারি চালিত রিকসা ও ইজিবাইক মিলে। আর বেশিরভাগ রিকসা চালক অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক। যার কারণে একদিকে যেমন তারা যানজট সৃষ্টি করেন, অন্যদিকে দুুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। যানজট নিরশনে পৌর কর্তৃপক্ষকে অবশ্যই এসব যানবাহনের লাগাম টেনে ধরতে হবে।
জেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমেদ বলেন, শহরের বিভিন্ন সড়কে ১১শ’র বেশি ইজিবাইক চলাচল করছে। শুরুর দিকে পৌরসভা ৭শ ইজিবাইকের লাইসেন্স দিয়েছিল। পরবর্তীতে তা বেড়ে ১১শ ছাড়িয়েছে। তিনি বলেন, রমজান মাসে যানজট বেশি হলে মানুষের কষ্ট হয়। আমরাও চাই যানজট মুক্ত থাকুক এই শহর। আমরা পৌর কর্তৃপক্ষে বারবার অনুরোধ করেছি যেন ব্যাটারিচালিত রিকসা ও ইজিবাইক নতুন করে অনুমোদন দেওয়া না হয়, কিন্তু পৌর কর্তৃপক্ষ আমাদের অনুরোধ না রেখে নতুন করে অনেক রিকসা ও ইজিবাইক অনুমোদন দিয়েছেন। শহরে যানজটের মূল কারণ হিসেবে তিনি মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত রিকসাকে দায়ী করেন।
এবিষয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হানিফ মিয়া’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয় সম্ভব হয়নি।
তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ জাকির হোসেন বলেন, রমজানের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের লক্ষ্যে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট নিরসনের জন্য কাজ করছেন। আশা করছি এই সমস্যার সমাধান হবে।

সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, রিকসা ও ইজিবাইক নবায়ন কার্যক্রম চলমান রয়েছে, আমরা সবাইকে লাইসেন্স দিবো না। যাদের সঠিক কাগজপত্র থাকবে শুধুমাত্র তাদেরকে পৌরসভার পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স