সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

পুলিশের জনমুখি ও জনবান্ধব পরিবর্তন চাই

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৪৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৪৬:০৪ পূর্বাহ্ন
পুলিশের জনমুখি ও জনবান্ধব পরিবর্তন চাই
দৈনিক প্রথম আলোর (৭ মার্চ ২০২৫) খবরে প্রকাশ বিগত ৬ মাসে পুলিশের ওপর ২২৫টি হামলা হয়েছে এবং জনমনে ‘মব’ নিয়ে উদ্বেগ বিরাজ করছে। সংবাদ প্রতিবেদনে এতদসংক্রান্ত বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, “গত ছয় মাসে পুলিশের ওপর এ ধরনের ২২৫টি হামলার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। বেশির ভাগ ঘটনা ঘটানো হয়েছে উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণে বা ‘মব’ তৈরি করে। পুলিশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন হামলা, হুমকি ও আসামি ছিনতাই বাহিনীটিকে নতুন সংকটে ফেলছে। নতি স্বীকার না করে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশকে আরও কঠোর হতে হবে।” বর্তমান অবস্থা-পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে যে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামল দিতে অবশ্যই পুলিশকে নতি স্বীকার না করে কঠোর হতে হবে, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু অভিজ্ঞমহলের ধারণা কঠোর হয়ে সাময়িকভাবে হয়তো নাকাল হওয়ার হাত থেকে রেহাই পাওয়া যাবে কিন্তু পুলিশের উপর এবংবিধ হামলা হওয়ার কারণের কোনও নিরসন হবে না। অনেকগুলো কারণের মধ্যে একটি মূলগত ও প্রধান কারণ হলো আমাদের পুলিশ বাহিনীকে শাসন কেবল নয় শোষণ প্রক্রিয়া চালানোর কাজে ব্যবহার করা হয়। পুলিশ ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এবং ‘সম্পদ আত্মসাতের বা জনশোষণের কাঠামোগত সহিংসতার সহায়ক হয়ে উঠবে না’ এই অর্থে লোকেদের শাসন করবে। পুলিশ যদি সম্পদ লুটপাটের সঙ্গে জড়িত ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সুযোগসন্ধানী মানুষজনের সেবায় নিয়োজিত থেকে বেসরকারি মানুষজনের সেবা পরিহার করে চলে তবে আমজনতা বা বেসরকারি মানুষ পুলিশকে বান্ধব না ভেবে শত্রু ভাববে এবং সুযোগ পেলে হামলা করতে কসুর করবে না। ৫ আগস্টের আগে প্রায় দীর্ঘ ১৫ বছর পুলিশ বেসরকারি মানুষের বিপক্ষে গিয়ে ক্ষমতায় অধিষ্ঠিতদের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনের খেদমত করেছে। এমন অবস্থা তারও আগে ছিল, কিন্তু ৫ আগস্টের আগের ১৫ বছর বেসরকারি মানুষজনের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করা হয়েছে সহ্যাতীত চূড়ান্ত মাত্রায়, প্রকারান্তরে পুলিশের মানবিকতা ও জনবান্ধবতা একেবারেই শূন্য হয়ে পড়েছে এবং অনিবার্যভাবেই আগস্টের পর প্রশাসনের নাজুক অবস্থা পরিসর-পরিপ্রেক্ষিতে পুলিশের প্রতি জনতার (এই জনতার মধ্যে দুর্বৃত্তরাও আছে) ক্ষোভ হামলায় পর্যবসিত হয়েছে। এই কারণে অভিজ্ঞমহলের ধারণা, পুলিশের জনমুখি পরিবর্তন চাই অর্থাৎ পুলিশকে অবশ্যই জনবান্ধব হতে হবে। ভুলে গেলে চলবে না, এর কোনও বিকল্প নেই। বৃটিশ আমল থেকে পুলিশ দেশের শোষক শ্রেণি, অর্থাৎ রাজনীতিবিদ, আমলা, ধনী ও তাদের লালিতদের সহায়ক শক্তি হিসেবেই নিজের ভূমিকা পালন করে আসছে, যার ফলে পুলিশের ভাবমূর্তিতে জনবান্ধবতা কখনওই বিধৃত হয়নি, বরং পুলিশ একতরফাভাবে অসৎ, ক্ষমতালিপ্সু ও শৃঙ্খলাবিরোধী হয়ে পড়ে চূড়ান্ত মাত্রায় জনশত্রুতে পরিণত হয়ে, একবারেই যাকে বলে, অপেশাদার হয়ে পড়েছে। এই বক্তব্যের সমর্থনে অসংখ্য উদাহরণ উদ্ধৃত করা যায়, তা না করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে উদ্ধৃত করছি। তিনি প্রথম আলোকে বলেছেন, “জুলাই আন্দোলনে পুলিশের অপেশাদার, অসৎ, ক্ষমতালিপ্সু ও উচ্ছৃঙ্খল কর্মকর্তাদের কারণে পুরো পুলিশ বাহিনীর ওপর মানুষের একধরনের ক্ষোভ তৈরি হয়। নতুন সময়ে আমরা নতুনভাবে মানবিক পুলিশ গড়ে তোলার চেষ্টা করছি। এই সময়ে মব তৈরি করে হামলা করে মনোবল না ভেঙে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল