সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছয় দাবিতে সব পলিটেকনিক ‘কমপ্লিট শাটডাউন’ মানবিক করিডোর’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

একসঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন রাজনীতির অভিধানে নেই : সালাহউদ্দিন

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১১:৫৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১১:৫৭:২২ অপরাহ্ন
একসঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন রাজনীতির অভিধানে নেই : সালাহউদ্দিন
সুনামকণ্ঠ ডেস্ক :: একই সঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন হতে পারে - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমন প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আমাদের কথা পরিষ্কার- জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার। যেসব শব্দাবলি এবং সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নেই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধূম্রজাল সৃষ্টি না করি। শনিবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিস এই আয়োজন করে। সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতিতে আসা আমাদের নতুন বন্ধুরা একটি প্রস্তাব করেছেন। একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়, এ রকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু রাজনীতির অভিধানে এ রকম কোনো শব্দ নেই। বিএনপির এই নেতা আরও বলেন, জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে নতুন রাষ্ট্রে সংবিধান প্রণয়নের জন্য ফোরাম। যেখানে এ টু জেড সংবিধান সংশোধনের এখতিয়ার জাতীয় সংসদের, সেখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। কেউ মনে চাইলে এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নেই। এ দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসে ছাত্রদলের এক অনুষ্ঠানে নারী-শিশুর প্রতি সহিংসতা ও নিপীড়ন নিয়ে উদ্বেগের কথা জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, কেন দেশে নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে নারীরা ধর্ষণ-নিপীড়নের শিকার হয়েছেন। কারণ তখন বিচারহীনতার সংস্কৃতি ছিল। কিন্তু আজকে কেন বাসে নারী ধর্ষণ হচ্ছে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কী করছে? সরকারকে তো নরম হলে চলবে না। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নারী দিবসের শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলা দল। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে ‘মব জাস্টিস’ নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্ন তোলেন সেলিমা রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ তাদের বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? বাসে বাসে হচ্ছে, পথেঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে। সমাবেশে মব জাস্টিসের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন একটি কথা বেরিয়েছে, মব কালচার। এই মব কালচার সৃষ্টি হলো কেন? আজকের অন্তর্বর্তী সরকার তো সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে সমাজে কত যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। কত নারী ও কন্যাশিশু নিপীড়িত হচ্ছে, এর পরিসংখ্যান যা আসে তা অল্প। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশের পর কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় হয়ে আবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া

সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া