সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা
আন্তর্জাতিক নারী দিবস পালিত

সম্মিলিতভাবে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:১৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:১৮:৪৩ পূর্বাহ্ন
সম্মিলিতভাবে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ - এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.জে.এম. রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। ওয়ান স্টপ ক্রাইসিস সেল-এর প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোছা. ফাতেমা বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তার, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি নাজনীন বেগম, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, জেলা ক্যাবের সাধারণ স¤পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বর্ণা দাস, রোশনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা নারী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নারীদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সবাইকে সম্মিলিতভাবে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স