স্টাফ রিপোর্টার ::
দেশের দ্বিতীয় মিঠাপানির জলাভূমি, ওয়ার্ড রামসার হেরিটেজ সাইট এবং মাদারফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরের জেলা প্রশাসকের নির্দেশনায় এবং তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাওরের গোলাবাড়ি আনসার ক্যাম্প ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় শনিবার (৮ই মার্চ) বিকেলে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের চায়না দুয়ারী এবং কোনাজাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম।
এসময় স্থানীয় ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, জাকেরিন শিমুল ও মিজবাহ পলাশ, আনসার প্রশিক্ষক তারেক, টাঙ্গুয়া গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একই সময়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এবং লামাগাঁও এলাকার চাইন্যা জলমহালে বিষ প্রয়োগে প্রায় ৫ শত হাঁস নিধন করার ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি। এছাড়াও এসময় তিনি গইন্যাকুড়ি জলমহাল পরিদর্শন করেন। যেখানে সম্প্রতি বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম জানিয়েছেন, এসব সমিতির লাইসেন্স বাতিল করা হবে। সেই সাথে পারমিটধারীদের পারমিট বাতিল করা হবে এবং এবিষয়ে থানায় একাধিক মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ওসি তাহিরপুরকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষপ্রয়োগ, কীটনাশক ছিটানো, জলমহাল (বিল) শুকিয়ে মৎস্য আহরণ দন্ডনীয় অপরাধ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
টাঙ্গুয়ার হাওরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী ও কোনাজাল পুড়িয়ে ধ্বংস
- আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৪:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৫:৫১ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ