সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:১৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:১৮:৩৮ পূর্বাহ্ন
আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের টিকা খাওয়ানো হবে। ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। প্রেসব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. যশোবন্ত ভট্টাচার্য। প্রেসব্রিফিংয়ে জানানো হয় সুনামগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৭,৯৩,৬২৬ জন। জেলার মোট অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২১৬৫টি, মোট স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১৩টি, মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ২১৭৮টি। সুনামগঞ্জ জেলার (৬-১১) মাস বয়সী শিশুর মোট সংখ্যা (লক্ষ্যমাত্রা) ৪২৫৮৮। জেলার (১২-৫৯) মাস বয়সী শিশুর মোট সংখ্যা (লক্ষ্যমাত্রা) ৩,৪১,০৪২। জেলার (৬-১১) মাস বয়সী শিশুদের জন্য ১ লক্ষ আই.ইউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর চাহিদা ৪৫১২৩। জেলার (১২-৫৯) মাস বয়সী শিশুদের জন্য ২ লক্ষ আই.ইউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর চাহিদা ৩,৪৩,০০০। ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা সম্বন্ধে জানানো হয়- ১. শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে। ৩. শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে। ৪. ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়। ৫. ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তাই নির্ধারিত তারিখে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো জরুরি বলে জানানো হয় প্রেসব্রিফিংয়ে। প্রেসব্রিফিংয়ে বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স