সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

পটপরিবর্তনে বেড়েছে তাহিরপুরে মাটি খেকুদের তান্ডব,সড়কে দূর্ভোগ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১১:৪৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১১:৪৯:২৭ অপরাহ্ন
পটপরিবর্তনে বেড়েছে তাহিরপুরে মাটি খেকুদের তান্ডব,সড়কে দূর্ভোগ
ষ্টাফ রিপোর্টার:: দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় গত এক মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান ও শনি হাওর থেকে প্রশাসনের চোখের সামনেই এস্কভেটর দিয়ে দিন-রাত ফসলি জমি, হাওরের কান্দা (উচু জমি)এবং নদী থেকে মাটি কেটে বিক্রি করছে মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা। কিন্তু আইনশৃঙ্খলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনিয়মের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাগ্রহণ না করায় মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে। যেন তারা ঐ সিন্ডিকেটের কাছে অসহায়। এনিয়ে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। মাটিয়ান হাওর পাড়ের কৃষক রফিক মিয়াসহ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানান, মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি পড়ে সড়কে থোপ থোপ মাটি পড়ায় ধূলা-বালুর কারণে সর্দি,কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগতে হচ্ছে। এছাড়াও ফাটল ও ভেঙে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। এ অবস্থায় হঠাৎ ছিটেফোঁটা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাস্তা ভিজে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, চক্রটি প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমি টপসয়েল,হাওরের কান্দা(উচু জমি) ও নদী থেকে মাটি কেটে বিক্রি করছে গত এক মাস ধরে। চক্রটি গত ৫ই আগস্টের পর দল পরিবর্তন করে বর্তমানে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের সাথে একাট্টা হয়ে পুনরায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে স্থানীয় এলাকাবাসী কোন কথা বলার সাহস পাচ্ছে না। মাটি কেটে মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে অতিরিক্ত বোঝাই করে গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলে ভেঙে যাচ্ছে সড়ক, একই সাথে চলাচলে ধুলোয় সয়লাব হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়,জেলার তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন মাটিকাটা সিন্ডিকেট মাটিয়ান ও শনি হাওর সহ বিভিন্ন হাওর থেকে ফসলি জমি ও হাওরের কান্দা থেকে মাটি কেটে তাহিরপুর-বাদাঘাট সড়ক,তাহিরপুর- আনোয়ারপুর সড়ক,আনোয়ারপুর-ফতেপুর সড়ক সহ বিভিন্ন সড়ক দিয়ে মাহিন্দ্র ট্রাকে করে মাটি পরিবহণ করে বিভিন্ন পুকুর,ডোবা,নতুন বাড়ির জায়গায় মাটি ভরাট ও নিচু জমি ভরাট করছে মাটি দস্যুরা। নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর বাদাঘাট ও তাহিরপুর আনোয়ার সড়কের চলাচলকারী মানুষজন জানান,দেশের পটপরিবর্তনে পর আরও বেপরোয়া মাটিকাটা সিন্ডিকেট। গত এক মাস ধরে প্রশাসন এই অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না। মনে হচ্ছে প্রশাসন তাদের ভয় পায় আমাদের মত। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানিয়েছেন,মাটিকাটা ব্যক্তিদের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে কিংবা তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স