অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে যুবক আটক
- আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৫:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৫:০৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত ওই বাংলাদেশি যুবকের নাম মো. রাজন খান (২০)। তিনি টাংগাইল জেলার টাংগাইল সদর থানার বিশ্বাস বেতকা গ্রামের যুবরাজ খানের ছেলে।
বিজিবি জানায়, বুধবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক মো. রাজন খান (২০) কে আটক করা হয়। এসময় ৩০৬৫ রুপি ভারতীয় মুদ্রা, ১ জোড়া নতুন কেডস, ২টি প্যান্ট, ২টি ফতুয়া, ১টি মোবাইল এবং ১টি ভারতীয় সিমসহ তাকে আটক করে বিজিবি। তাঁর সাথে থাকা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৩ হাজার ৯১৩ টাকা।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় আটককৃত যুবক ভ্রমণের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি জানান, আটককৃত আসামিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ