সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ
ফসলরক্ষা বাঁধের কাজ

প্রয়োজনীয় স্থানে প্রকল্প দেয়নি পাউবো ঝুঁকিতে ছায়ার হাওরের ফসল

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৩৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৩৪:০২ পূর্বাহ্ন
প্রয়োজনীয় স্থানে প্রকল্প দেয়নি পাউবো ঝুঁকিতে ছায়ার হাওরের ফসল
স্টাফ রিপোর্টার :: প্রয়োজনীয় স্থানে ফসলরক্ষার জন্য প্রকল্প না দেয়ায় ঝুঁকিতে রয়েছে শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল। এ নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ব্রিজের পূর্বদিকের হাফ কিলোমিটার সড়কের প্রায় বিশ মিটার জায়গায় ভাঙা আছে। এই জায়গাটুকু অনেকটাই নিচু। এই অংশ দিয়ে দাঁড়াইন নদীর পানি হাওরে প্রবেশের আশঙ্কা রয়েছে। মাত্র ২০ হাজার টাকার মাটি ভরাট করলে ওই ভাঙা অংশটি ভরাট করা যেত। এতে ছায়ার হাওরের ফসল ঝুঁকিমুক্ত থাকতো। তারা বলেন, পাহাড়ি ঢলে নদীতে পানির চাপ বাড়বে। ফলে শাল্লা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ব্রিজের পূর্বদিকের সড়কের নিচু অংশ দিয়ে হাওরে পানি প্রবেশ করে অঘটন ঘটাতে পারে। জানাযায়, দিরাই-শাল্লা সড়ক পুনঃনির্মাণের কাজ চলছে। বিশেষ করে ব্রিজ, কার্লভার্ট ও মাটি কাটার কাজ চলমান রয়েছে। শাল্লা উপজেলার সুখলাইন পর্যন্ত মাটির কাজ অনেকটাই শেষের পথে। যদিও দিরাই উপজেলা ও শাল্লা উপজেলার কিছু কিছু অংশ বাকি আছে। মাটির কাজ সমাপ্ত করতেই আরও এক বছর সময় লাগতে পারে। স্থানীয়রা জানান পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করেছিলেন, সড়কের ওই অংশটি সড়ক বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান উঁচু করে দিবে। কাজেই এখানে প্রকল্প দেয়ার প্রয়োজন নেই। কিন্তু হল উল্টোটা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওই অংশে মাটি ভরাট করেনি। এ অবস্থায় শাল্লা সদর সংলগ্ন বলা ভালো পাউবো’র নাকের ডগায়ও নেই ছায়ার হাওরের সুরক্ষা। স্থানীয়রা জানান, ওই অংশটুকু ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরও বর্ষার ঢেউয়ে ভেঙে (আর.এল) এর অনেকটা নিচু অবস্থানে রয়েছে। এনিয়ে কোনও তোড়জোড় নেই পাউবোর। স্থানীয় কৃষকরা বলছেন, নদীতে পানি বাড়লেই এদিক দিয়ে পানি ঢুকবে ছায়ার হাওরে। এ ব্যাপারে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, দাঁড়াইন নদী এমনিতেই ভরাট হয়ে আছে। এদিকে যদি সড়ক বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি না ভরাট করে তাহলে তো বিপদ ঘরের কাছে। এই জায়গাটি ভেঙে অনেকটা নিচু হয়ে গেছে। নদীতে পানির চাপ আসলে পানি উন্নয়ন বোর্ড এ জায়গাটি সামাল দিতে পারবে না। সরকার কোটি কোটি টাকা দিয়েছে ফসল রক্ষা করার জন্য। কিন্তু পাউবো নাকের ডগায় কেন ঝুঁকি রেখে দিল? এখানে পানির চাপ ধরে রাখার জন্য দ্রুত কিছু একটা করতে হবে পানি উন্নয়ন বোর্ডকে। ১২ মার্চ এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা এসও রিপন আলী এ প্রতিবেদকের কাছে পাল্টা জানতে চান- সড়ক বিভাগ কি এদিকে মাটি কাটবে না? তখন এ প্রতিবেদক বলেন, সম্ভবত না। তখন তিনি দায়সারা যুক্তি দেখান। এসও রিপন আলী বলেন, পানি চাপ দিলে উপরে বস্তা দিতে পানি আটকাবো। পাল্টা যুক্তি উপস্থাপন করে এই ঝুঁকি না নেয়ার বিষয়ে সতর্ক করেন এ প্রতিবেদকও। সাথে সাথেই সার্ভে কাজে যুক্ত তার সহকর্মীদের ফোন করেন তিনি। তখন ঝুঁকিপূর্ণ স্থানের অংশটুকু মেপে আসতে বলেন পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স