সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক
ট্রেড ইউনিয়ন সংঘের সভা

‘রিকসা যার লাইসেন্স তার’ নীতি অবলম্বন করুন

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:০০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:০০:৫৮ পূর্বাহ্ন
‘রিকসা যার লাইসেন্স তার’ নীতি অবলম্বন করুন
স্টাফ রিপোর্টার :: শ্রমিকনেতা প্রতাপ উদ্দিন আহমদের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সম্প্রতি সুনামগঞ্জ পৌর এলাকায় ব্যাটারিচালিত রিকসা চালকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিপর্যস্ত হচ্ছেন। বক্তারা বলেন, শিল্প-কল-কারখানা না থাকায় একটি বড় জনগোষ্ঠী রিকসা, ভ্যান চালিয়ে পরিবার চালান। ট্রাফিক পুলিশ কর্তৃক নানাসময়ে রিকসা আটক করা হয়। পরে রিকসা ছাড়িয়ে আনতে চালকরা অবৈধ চাঁদাবাজির শিকার হন। গরিবের বেঁচে থাকার জন্য রিকসাচালকদের হয়রানি না করার জন্য সভায় আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, এছাড়া সুনামগঞ্জ পৌরসভা নতুন রিকসা ও চালকদের লাইসেন্স প্রদানের বিষয়েও স্পষ্ট সিদ্ধান্ত জানাচ্ছেন না। রিকসাচালকরা লাইসেন্স নিয়েই সড়কে রিকসা চালাতে চান। তাই প্রকৃত চালক-মালিকদের নামে লাইসেন্স প্রদান করার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানান তারা। বক্তারা আরও বলেন, রিকসা যার লাইসেন্স তার নীতি অবলম্বন করতে হবে। এতে যেমন সড়কে অবৈধ রিকসার পরিমাণ কমবে তেমনি পৌরসভার রাজস্ব আহরণেরও সুযোগ তৈরি হবে। শুক্রবার বিকাল ৪টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সৌরভ ভূষণ দেব, গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দীপ্তি সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আমির উদ্দিন, কবি ও লেখক ইকবাল কাগজী, স মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর,রহমান, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই, সুনামগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক সংঘ সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রউফ, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। সভার শুরুতে শ্রমিকনেতা প্রতাপ উদ্দিন আহমদের জীবনী পাঠ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আবু ছাদাত আহমদ টিটু। উল্লেখ্য, প্রতাপ উদ্দিন আহম্মেদ এর সবচেয়ে বড় পরিচয় তিনি সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজিবিরোধী জাতীয় মুক্তির লড়াইয়ের অন্যতম কান্ডারী। তিনি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, লঞ্চ লেবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপের স্টিয়ারিং কমিটির সদস্য। তিনি আন্তর্জাতিক শ্রমিক সংস্থা- আইএলও- এর সঙ্গে সম্পর্কিত ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব ওয়ার্কার্স এডুকেশন- এনসিসিডব্লিউই- এর কেন্দ্রীয় সদস্য ছিলেন। সভায় বক্তারা বলেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে ও আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের ফলে বাংলাদেশ যাতে পরাশক্তির ক্রীড়ানকে পরিণত না হতে পারে সেজন্য জনগণকে সতর্ক থাকতে হবে। শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ থাকলে ন্যায্য দাবি আদায় সহজ হয় উল্লেখ করে সংগঠন ও আন্দোলনকে ঊর্ধ্বে তুলে রাখার জন্য শ্রমিক জনতার প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স