সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:১৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:১৫:০৪ পূর্বাহ্ন
৪৩ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প
সুনামকণ্ঠ ডেস্ক :: নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন বেশকিছু দেশের নাগরিকদের জন্য ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার কথা বিবেচনা করছে। একটি অভ্যন্তরীণ স্মারকলিপি অনুসারে একটি মার্কিন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। স্মারকলিপিটিতে মোট ৪৩টি দেশের কথা বলা হয়েছে। নিউইয়র্ক টাইমস দেশগুলোর তালিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দেশগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়াসহ ১০টি দেশকে প্রথম গ্রুপে রাখা হয়েছে। দেশগুলোর জন্য ভিসা সম্পূর্ণ স্থগিত করা হবে। দ্বিতীয় গ্রুপে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদানের জন্য ভিসা আংশিক স্থগিত করা হবে। ওই স্থগিতাদেশ কিছু ব্যতিক্রম ছাড়া পর্যটন এবং শিক্ষার্থী ভিসার পাশাপাশি অন্যান্য অভিবাসী ভিসার ওপর প্রভাব ফেলবে। তৃতীয় গ্রুপে বেলারুশ, পাকিস্তান ও তুর্কমেনিস্তানসহ মোট ২৬টি দেশের জন্য মার্কিন ভিসা আংশিক স্থগিতের জন্য বিবেচনা করা হবে। তবে তার জন্য দেশগুলোর সরকারকে ৬০ দিনের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তালিকাটিতে পরিবর্তন আসতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ মার্কিন প্রশাসন এটি এখনও অনুমোদন করেনি। এই পদক্ষেপ সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤েপর প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দেয়। গত ২০ জানুয়ারি তারিখে তিনি একটি নির্বাহী আদেশ জারি করেন। সেখানে জাতীয় নিরাপত্তার হুমকি শনাক্ত করার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে আগ্রহী যেকোনো বিদেশিকে কঠোর নিরাপত্তা যাচাইয়ের কথা রয়েছে। এই আদেশে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে ২১ মার্চের মধ্যে এমন দেশগুলোর তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যেগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আংশিক বা সম্পূর্ণ স্থগিত করা উচিত। কারণ দেশগুলোর যাচাই-বাছাই এবং স্ক্রিনিং তথ্য যুক্তরাষ্ট্রের চোখে বেশ ত্রুটিপূর্ণ। ট্রাম্পের এমন নির্দেশ তার দ্বিতীয় মেয়াদের শুরুতে আরম্ভ করা অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থার অংশ। ২০২৩ সালের অক্টোবরে এক ভাষণে ট্রাম্প তার পরিকল্পনার প্রিভিউ তুলে ধরেন। সেখানে তিনি গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন যেকোনো জায়গা থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স