সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

জগন্নাথপুরে সড়কের ভাঙনে অরক্ষিত হাওরের ফসল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৫০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:২৯:৩৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সড়কের ভাঙনে অরক্ষিত হাওরের ফসল
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রধান সড়কের ভাঙনে স্থানীয় হাওরে উৎপাদিত বোরো অরক্ষিত অবস্থায় রয়েছে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন অবস্থায় আছে। এ নিয়ে স্থানীয় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ১৫ মার্চ শনিবার সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ-লাউতলা প্রধান সড়কের লাউতলা এলাকায় এক এক করে ছোট-বড় ৬টি ভাঙন রয়েছে। এর মধ্যে কার্লভার্টও ভেঙে গেছে। যে কারণে সড়কের এ অংশ দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। যদিও সড়কের পাশ দিয়ে বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচল করছে। এছাড়া সড়কের এসব ভাঙনের কারণে স্থানীয় বিলচর, দারারপেট, ঐয়ারবন, ডিগারকুল, জাহিরবন, কোনারবনসহ বেশ কয়েকটি ছোট-বড় হাওরে প্রায় ২৫০ হাল জমির বোরো ধান অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা। আবদুল লতিফ, রফিক মিয়া, মানিক মিয়া, আতাউর রহমান, কবির মিয়াসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের ভাঙনের কারণে অত্র অঞ্চলের মানুষজন বিপদে আছি। বিগত ২০২২ সালের বন্যায় সড়ক ভেঙে ছিল। পরে মাটি ভারট হলেও গত বছর আবার ভেঙে গেছে। এবার আর কোন কাজ হয়নি। ফলে স্থানীয় হাওরের বোরো ফসল অরক্ষিত রয়েছে। নদীতে পানি আসলেই কোন প্রকার বাঁধা ছাড়াই হাওরে পানি ঢুকে ফসলহানি হবে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা পাউবো কর্মকর্তা সবুজ কুমার শীল বলেন, এসব ভাঙন পাউবোর অন্তর্ভুক্ত নয়। তবে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, এ সড়কের কাজের জন্য টেন্ডার হয়ে গেছে। কাজও শুরু হয়ে যাবে। তবে কাজ করতে গেলে যেন কেউ কোন সমস্যা না করে আমরা সেটাই চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স