সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

দিরাইয়ে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:৫৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:৫৬:৫৮ পূর্বাহ্ন
দিরাইয়ে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। শীঘ্রই তিনি বাংলাদেশের জনগণের পাশে ফিরবেন। তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে এ সুযোগে ফ্যাসিবাদের দোসররা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অনুপ্রবেশকারীদের দলীয় পদ দেয়া হলে ত্যাগীদের সঙ্গে বেঈমানী করা হবে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনে যারা বিএনপি ছেড়ে যায়নি, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। গত মঙ্গলবার দিরাই পৌরশহরের বিএডিসি মাঠে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই পৌরশহরের বিএডিসি মাঠের ইফতার মাহফিলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলা বিএনপি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সোয়েব হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল করিম রাজা, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম সরদার খেজুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহতাব মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ মিয়া, সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, দিরাই পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা শামীম মিয়া, মাসুদ আল কাউসার, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ নোমান আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স