সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনোয়ার হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ব্রাহ্মণগাও গ্রামের সাবির আলীর ছেলে। বৃহ¯পতিবার দুপুর ১টায় পানসী রেস্টুরেন্টের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনে কর্মরত শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, পানসী রেস্টুরেন্টের উপরে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন ভবনে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের। পুলিশ জানায়, নির্মাণকাজ চলাকালীন মনোয়ার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কয়েকজন শ্রমিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে, কর্মক্ষেত্রে নিহত নির্মাণ শ্রমিক মনোয়ার হোসেনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় দায়ী ঠিকাদার ও মালিকের শাস্তি দাবি করেছে সুনামগঞ্জ ট্রেড ইউনিয়ন সংঘ। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল এক যুক্ত বিবৃতিতে নিহত নির্মাণ শ্রমিক মনোয়ার হোসেনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানান। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান মাসের তপ্ত দুপুরে ঠিকাদার ও মালিকের যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করার কারণে এমন তরতাজা প্রাণে মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেন। পাঁচ তলা একটি ভবন নির্মাণ করতে শ্রমিকদের জন্য যতটা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল, নির্মাণাধীন ভবনে তা কতটুকু পালন করা হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান নেতারা। একই সাথে নির্মাণাধীন ভবনের যথাযথ অনুমোদন ছিল কি-না যাচাই করা দরকার বলে দাবি করেন নেতারা। নিহত নির্মাণ শ্রমিক মনোয়ার হোসেনের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে নেতারা বলেন, ঈদের আগ পরিবারের উপার্জনক্ষম এমন যুবকের করুণ মৃত্যুর শোক প্রকাশের ভাষা আমাদের জানা নেই। তারা বলেন, যে মা অপেক্ষায় ছিলেন ইফতারে আগে সন্তান বাসায় ফিরলে একসাথে ইফতার করবেন সেই মাকে কোন কিছু দিয়েই সান্ত¦না দেয়া সম্ভব না। নেতৃবৃন্দ আর একটা প্রাণও যাতে মালিক ও ঠিকাদারের অবহেলায় না ঝরে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স