সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

নদীর পাড় কাটা বন্ধে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১০:০১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১০:২৭:২৩ পূর্বাহ্ন
নদীর পাড় কাটা বন্ধে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ডলুরা চলতি নদীর (ধোপাজান) পাড় কেটে ফসিল জমি থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও সড়কপথে এসব বালু-পাথর পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনের চলাচল বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বুধবার (১৯ মার্চ) রাত ৮ টা থেকে ১১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী সদর উপজেলার হালুয়ার ঘাট বাজার ও বাজার সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন ৪টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেয় সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৬০ ধারা লঙ্ঘনের দায়ে ড্রাইভিং লাইসেন্স না থাকায় শাকিল আহমেদ ও শুভ আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং মোহাম্মদ আলীনূর হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হালুয়ার ঘাট বাজারে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ৪০ (খ, গ, ঘ) ধারা লঙ্ঘনের দায়ে আবেদীন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাগ লাইসেন্স না থাকায় এই প্রতিষ্ঠানে জরিমানা করা হয় এবং লাইসেন্স না করা পর্যন্ত ফার্মেসিটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে ৪টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, ডলুরা চলতি নদীর (ধোপাজান) পাড় কেটে ফসিল জমি থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে সড়কপথে এসব বালু-পাথর ছোট-বড় পিক-আপ, ট্রাকসহ অন্যান্য যানবাহন করে কিছু অসাধু ব্যবসায়ী প্রতিদিন রাতের আঁধারে সড়কপথে বিভিন্ন যায়গায় বালু-পাথর ও মাটি পাচার করে, এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র নির্দেশনায় অবৈধ বালু-পাথর উত্তোলন ও এসব পণ্যবাহী যানবাহন সড়কপথে চলাচল বন্ধ করতে অভিযান চালায় টাস্কফোর্স। কিন্তু এসময় অবৈধভাবে উত্তোলন করা বালু-পাথর পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনের চলাচল বন্ধ থাকায় অভিযানে কোনো যানবাহন জব্দ করা সম্ভব হয়নি। এমনকি নদীর পাড় কাটাও বন্ধ ছিল। অভিযান চলাকালে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়দের কাছে জানতে চাইলে তাঁরা জানান, নদীর পাড় কাটা নিয়ে ৩-৪ দিন আগে অসাধু ব্যবসায়ীদের সাথে বিজিবি’র বাকবিত-া হওয়ায় আপাতত বালু-পাথর উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধ রয়েছে। তবে এর আগে সড়কপথে অবৈধভাবে উত্তোলন করা বালু-পাথর পরিবহনের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন যায়গায় পাচার করা হতো। প্রশাসনের কঠোর নজরদারি থাকলে নদীর পাড় কাটা ও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ থাকবে বলেও জানান তাঁরা। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, নদীর পাড় কেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নদীর পাড় কাটা ও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ রাখতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিআরটিএ অফিসের সহকারী মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদার,সদর মডেল থানার এসআই মোহাম্মদ আলী, এসআই আনিস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স