সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
বিশ্বম্ভরপুরে ফসলরক্ষা বাঁধের ৫ প্রকল্প

বরাদ্দ বাড়িয়ে অর্থ তছরুপের উদ্যোগ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:২০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:২৫:১৩ পূর্বাহ্ন
বরাদ্দ বাড়িয়ে অর্থ তছরুপের উদ্যোগ
বিশেষ প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গারুলি শনার হাওর, হালির হাওর শনির হাওরে প্রকল্প দেবার পর রাতারাতি আরো বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন বাঁধ সংক্রান্ত কমিটির সভাপতি সদস্যসচিবসরকারি অর্থ লোপাট করতে দায়িত্বশীলরা এই কাজ করেছেন এমন অভিযোগ উঠেছে
অভিযোগ উঠেছে কাগজে কলমে এসও’র (সাব স্টেশন অফিসার) দায়িত্বে গোলাম কিবরিয়া থাকলেও এই অফিসের কার্যসহকারী আল আমিনই সব দুর্নীতির হোতা। সে-ই উপজেলা কমিটির সভাপতির সঙ্গে মিশে এবার প্রকল্প অনুমোদন, বাস্তবায়নসহ বরাদ্দ বিতরণে কাজ করেছে। এদিকে মাঝপথে বরাদ্দ বাড়িয়ে একটি জলাশয় ভরাট করার ঘটনায় কৃষক ও মৎস্যজীবীদের বাধার মুখে একটি প্রকল্পের কাজ চলমান থাকা অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মওসুমে বিশ্বম্ভরপুর উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রহণ করা হয়েছে ২৫টি (পিআইসি) প্রকল্প। সার্ভেয়ারের প্রিওয়ার্কে সর্বমোট বরাদ্দ উল্লেখ করে প্রকল্প গ্রহণ করার পরও এই প্রকল্পগুলোর মধ্যে ৪, ১০, ১৭, ২২ নম্বরসহ ৪টি প্রকল্পে কাজ শুরুর পর আবারও বরাদ্দ বাড়িয়ে নেওয়া হয়। কাজের শেষ দিকে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী আল আমিনের প্ররোচনায় কোনও কারণ ছাড়াই প্রকল্পগুলোতে প্রায় ৫ লক্ষ টাকা করে বাড়ানো হয়েছে বলে কমিটির সদস্যরা অভিযোগ করেছেন। কিছু ব্যক্তির সুপারিশসহ প্রকল্পের সুবিধাভোগী কিছু প্রভাবশালীদের সুপারিশও আদায় করে নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের সঙ্গে প্রতারণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাদ্দ বাড়িয়ে নিয়ে তাদের স্বাক্ষর আদায় করেছেন। যে কাজের কথা বলে স্বাক্ষর নেওয়া হয়েছে তারা পরবর্তীতে সরেজমিন ঘুরে দেখেছেন কোথাও কাজ হয়নি। কার্পেট, বস্তা, বাঁশ দেওয়া হয়নি। মূলত পাউবো’র কার্যসহকারী আল আমিনের প্ররোচনাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন কাজ করেছেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও উপজেলা বাঁধ সংক্রান্ত কমিটির সদস্যরা জানিয়েছেন।
এদিকে বরাদ্দ বাড়ালেও পিআইসি এ বিষয়ে অবগত নয়। বর্ধিত বরাদ্দের বিষয়টি সাইনবোর্ডেও উল্লেখ নেই। মূলত এই অতিরিক্ত বরাদ্দ লোপাট করতেই শেষদিকে এমন দুর্নীতির আয়োজন করা হয় বলে কৃষকদের অভিযোগ।
জানা গেছে, আঙ্গারুলি-শনার হাওরে পিআইসির কাজ শুরুর পর শেষ দিকে আরো প্রায় ৫ লাখ টাকা বরাদ্দ বাড়ানো হয়। এই বরাদ্দ জায়েজ করতে সরকারি মালিকানাধীন ইজারাপ্রাপ্ত জলমহাল ভরাটের উদ্যোগ নেন তারা। এই খবর পেয়ে বৈধ মৎস্যজীবী সমিতি জলমহাল ভরাট না করতে সংশ্লিষ্টদের আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মাটি ভরাট বন্ধ করা হলেও এই প্রকল্পের অতিরিক্ত বরাদ্দ কোথায় ব্যবহার হবে জানেনা কেউ।

বিশ্বম্ভরপুর উপজেলা বাঁধ সংক্রান্ত কমিটির ছাত্র প্রতিনিধি জোবায়ের আহমদ বলেন, ইউএনও স্যার একদিন আমাকে জানান, বাঁধের কিছু কাজ বেড়েছে। বরাদ্দ বাড়াতে হবে। আমার স্বাক্ষর লাগবে। কৃষকদের স্বার্থে আমি স্বাক্ষর করেছি। পরে কয়েকটি প্রকল্প ঘুরে দেখেছি যে কাজের কথা বলে তিনি বরাদ্দ বাড়িয়েছেন সেই কাজ হয়নি। বাঁশ, বস্তা, কারপেট দেওয়া হয়নি। কমপেকশন ও দুর্বা লাগানো হয়নি। মূলত তিনি আল-আমিনের কথাতেই বরাদ্দ বাড়িয়ে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
উপজেলা বাঁধ সংক্রান্ত কমিটির সদস্য সচিব গোলাম কিবরিয়া বলেন, আমি কোনও অনিয়ম ও দুর্নীতিতে জড়িত নই। যা করা হয়েছে বাঁধের ভালো কাজের স্বার্থেই করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বাঁধ সংক্রান্ত কমিটির সভাপতি মফিজুর রহমান বরাদ্দ বাড়ানোর বিষয়টি স্বীকার করে বলেন, বিভিন্ন সুবিধাভোগী ও কমিটির লোকদের সরেজমিন পরামর্শ করেই বরাদ্দ বাড়ানো হয়েছে। এতে কোনও অনিয়ম ও দুর্নীতি হয়নি। প্রথম প্রিওয়ার্কে সার্ভেয়াররা কেন ইস্টিমেটে বরাদ্দ বাড়ানোর বিষয় উল্লেখ না করলেও তিনি কিভাবে বরাদ্দ বাড়িয়ে নিলেন এ প্রশ্নের জবাব চাইলে তিনি বিষয়টি এড়িয়ে বলেন, সমালোচনার অভিযোগে আল আমিনকে সরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল