সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছয় দাবিতে সব পলিটেকনিক ‘কমপ্লিট শাটডাউন’

মোল্লাপাড়া ইউনিয়নে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১২:৫০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১২:৫০:৪০ পূর্বাহ্ন
মোল্লাপাড়া ইউনিয়নে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর ও মোল্লাপাড়া গ্রামে দুই রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই রাস্তা দুইটিতে মাটি ভরাট ও পাকাকরণের কাজ চলছে। এতে রামেশ্বরপুর গ্রামের রাস্তা সংস্কার কাজে বরাদ্দ হয়েছে ১০ টন চাউল যার মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। মোল্লাপাড়া গ্রামের রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছে ৩ লাখ টাকা। মোল্লাপাড়া গ্রামের রাস্তায় মাটি ভরাটে ব্যাপক অনিয়ম হয়েছে। রাস্তার সাইটে মাটি ভরাটের পর ড্রেসিংয়ের নামে একেবারে চওড়া করে মাটি কেটে ইউপি সদস্যা সামছুন নাহারের বসতবাড়িতে ভরাট করা হচ্ছে। এই সড়কের মাটি ভরাটের পর কোনো দুর্মুজ দেয়া হয়নি। কাদা মাটি ফেলা হয়েছে। স্লোপ (ঢালু) দেয়া হয়নি। হালকাভাবে মাটি ভরাট করা হয়েছে। এই রাস্তাটি বল্লবপুর পাকা রাস্তা থেকে উত্তরমুখি ঈদগাহ পর্যন্ত সংস্কার কাজ চলছে। অপরদিকে, রামেশ্বরপুর গ্রামের রাস্তার পাকাকরণ কাজে এবং মাটি ভরাটে ব্যাপক অনিয়ম হয়েছে। এই সড়কের মাটি ভরাটের পর কোনো দুর্মুজ দেয়া হয়নি। স্লোপ (ঢালু) দেয়া হয়নি। হালকাভাবে মাটি ভরাট করা হয়েছে। রাস্তার বেশ কয়টি স্থানে মাটি ভরাট না করায় একাধিক গর্ত রয়েছে। পাকাকরণ কাজে মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হয়েছে। রাস্তার প্রশস্ততায় অমিল রয়েছে। এই রাস্তাটি মূল পাকা রাস্তা থেকে উত্তরমুখি রমজান আলীর বাড়ি পর্যন্ত সংস্কার কাজ চলছে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে মোল্লাপাড়া ইউপি সদস্য অলিউর রহমান বলেন, আমি শুধু রামেশ্বরপুর রাস্তার কাজের পিআইসি। অন্যান্য বিষয়ে চেয়ারম্যান সাহেব জানেন। ইউপি সদস্যা সামছুন নাহার বলেন, আমি মোল্লাপাড়া রাস্তার পিআইসি। রাস্তার কিনারের অতিরিক্ত মাটি আমার বাড়িতে নিয়ে ভরাট করছি। আমার মাটি ভরাট বিষয়সহ অন্যান্য বিষয়ে চেয়ারম্যান সাহেব জানেন। মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, আমি মোল্লাপাড়া ও রামেশ্বরপুর রাস্তা সংস্কার কাজের কিছুই জানি না। প্রত্যেক স্থানের পিআইসিরা জানেন। তাদেরকে জিজ্ঞেস করেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবুল হাসনাত বলেন, মোল্লাপাড়া ইউনিয়নের উন্নয়নমূলক কাজে অনিয়ম হলে আমি নিজে গিয়ে দেখে ব্যবস্থা নেবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স