সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০২:০৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০২:৩০:০৬ পূর্বাহ্ন
আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান
স্টাফ রিপোর্টার ::
আজ বুধবার থেকে তাহিরপুরের যাদুকাটা নদীর তীরে পণাতীর্থে গঙ্গা স্নান শুরু হচ্ছে। তবে মেঘালয় পাহাড়ঘেঁষে লাউড়েরগড়ের সাহিদাবাদ সীমান্তে শূন্যরেখায় হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানায় ওরস হচ্ছে না এবার।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম রাজারগাঁও গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীতে আজ ২৬ মার্চ রাত ১১/০১/৫৩ সেকেন্ড গতে আগামীকাল ২৭ মার্চ রাত ৯/২৪/৪৮ সেকেন্ডের মধ্যে পণাতীর্থে গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীরা জানান, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটা নদীতে স্নান করলে সব পাপ মোচন হয় বলে প্রচলিত আছে। পুণ্য লাভের আশায় প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এই সময়ে লাখো মানুষ আসেন যাদুকাটা বা পণাতীর্থে স্নান সারতে। এ নদীতে স্নান করাকে অনেকে গঙ্গা স্নানের সমতুল্য মনে করেন। প্রচলিত আছে, ১৪০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মাকে গঙ্গা স্নান করানোর জন্য যোগ সাধনা বলে পৃথিবীর সমস্ত তীর্থের জল যাদুকাটা নদীর প্রবহমান জলের ধারায় একত্রিত করে মাতৃআজ্ঞা পূরণ করেছিলেন তখনকার লাউড় রাজ্যের সাধক ও সিদ্ধপুরুষ অদ্বৈতচার্য। তার সাধনাসিদ্ধ ফল বারুনী যোগ নামে অভিহিত। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গা, যমুনা, সরস্বতীসহ সাত পুণ্যনদীর প্রবাহ একসঙ্গে যাদুকাটায় (পণাতীর্থে) এসে মিশে বলেও বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। এজন্য তারা মনে করেন সব তীর্থের সেরা তীর্থ এটি। এখানে স্নান করলে গঙ্গা স্নানের চেয়েও বেশি পুণ্য হয় বলে বিশ্বাস রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। অপরদিকে,
শাহ আরেফিন (রহ.)-এর মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির জানান, প্রতি বছরের মতো এবার হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানায় ২৬ মার্চ থেকে ২৮ মার্চ তিন দিনব্যাপী বার্ষিক ওরস পূর্ব নির্ধারিত থাকলেও পবিত্র রমজান মাস চলমান থাকায় এবং একই সাথে ২৭ মার্চ পবিত্র শবে কদরের রাত্রি হওয়ায় বার্ষিক ওরস ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানাযায়, হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম জিন্দাপীর শাহ আরোফিন (রহ.) বাংলদেশ সীমান্তে লাউড়েরগড় গ্রাম নিকটবর্তী ভারতের মেঘালয় পাহাড়ে পাথরের গুহায় ইবাদত করতেন। আর এই ধারণা থেকেই যুগ যুগ ধরে প্রতি বছর ওরস মোবারক পালন করে আসছেন হাজার হাজার ভক্ত। মেঘালয় পাহাড়ের গুহায় যেতে না পারায় লাউড়েরগড় সীমান্ত নোম্যান্সল্যান্ড এলাকায় অস্থায়ী শাহ আরেফিন (রহ.)-এর আস্তানা তৈরি করে ভক্ত আশেকানগন ওরস পালন করে থাকেন।
অদ্বৈত প্রভু জন্মধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় জানান, গঙ্গা স্নানের মাধ্যমে হিন্দুধর্মালম্বীরা মা, বাবা, স্ত্রী-সন্তান নিয়ে তাদের সারা বছরের পাপ মোচনসহ পুণ্য লাভের জন্য আসেন। সকলের সার্বিক সহযোগিতায় গঙ্গা স্নান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে আশা করছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পণাতীর্থ এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুলসংখ্যক পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরাও মোতায়েন থাকবেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এতে জেলা পুলিশের মোট ৪৬২ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স