সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০২:০৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০২:০৬:৫৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-ডুংড়িয়া সড়কে নিম্নমানের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে সাবস্টেশন অফিসার শাহীনুর রহমান শাহীন এই অনিয়মে যুক্ত বলে অভিযোগ উঠেছে। সরকারি নির্মাণকাজের দৃশ্যমান সাইনবোর্ড জনসাধারণের সচেতনতার জন্য টাঙানোর কথা থাকলেও এসও (সাবস্টেশন অফিসার) ও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের প্রাক্কলন গোপন রাখতে সাইনবোর্ডও টাঙায়নি। এই কাজের তথ্য দিতে লুকোচুরি করছেন প্রকৌশলী ও এসও। সরেজমিন গত ২৪ মার্চ গিয়ে দেখা যায় সড়কটিতে কাজ চলছে। আরসিসি ঢালাইয়ের আগে রড বিছানো হচ্ছে। তবে প্রাক্কলন অনুযায়ী রডের দূরত্ব বেশি রাখা হচ্ছে। ৬ ইঞ্চি রডের জালের বদলে দেওয়া হচ্ছে ১০ ইঞ্চি গ্যাপ। এছাড়াও বালু, পাথর, সিমেন্টে অনুপাতও ঠিক থাকছেনা। এসময় প্রাক্কলন অনুযায়ী কাজ কেন করা হচ্ছেনা জানতে চাইলে ঠিকাদারের নিয়োজিত লোক বলেন, আমরা শাহীনূর এসও স্যারের নির্দেশে কাজ করছি। তিনি বলেছেন কাজের মান ঠিক আছে। সাইনবোর্ড নাই কেন জানতে চাইলে ঠিকাদারের সাইট প্রতিনিধি বলেন, আমরা যা করছি শাহীনূর স্যারের পরামর্শে করছি। উনার কাছে গিয়ে অফিসে জিজ্ঞেস করেন। ওই সাইট কর্মচারী মেসার্স সালেহ এন্ড ব্রাদার্স কাজটি বাস্তবায়ন করছে। সিএনজি চালক আলা উদ্দিন বলেন, কাজটি খুবই নিম্ন মানের হচ্ছে। সিমেন্ট কম দিচ্ছে। রডের গ্যাপও বেশি। মাপ অনুযায়ী দিচ্ছেনা। সরকারি লোকজন এসেও দেখছেনা। এই সড়ক বেশি দিন টিকবে না। অফিসে এসে দেখা যায় প্রকৌশলী সাজেদুর রহমান নেই। উনার সঙ্গে যোগাযোগ করে কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সব কিছু বলতে পারবে আমার এসও শাহীনূর। উনার নম্বরে কথা বলেন। এসও শাহীনূর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখন সাইটে। কাজের তথ্য আমার মনে নাই। অফিসে গিয়ে দেখে হোয়াটসঅ্যাপে পাঠাবো। কোন প্রতিষ্ঠানটি কাজ করছে তা জানাতেও লুকোচুরি করেন তিনি। এরপর তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আর কল ধরেননি। কাজটির বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, জনস্বার্থের কাজ তথ্য দিবেনা কেন। আপনি আবার ফোন দিয়ে তথ্য নিন। এবার উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করলে ২৫ মার্চ তিনি বলেন, আমি গাড়িতে টাঙ্গাইল যাচ্ছি পরিবারের সঙ্গে ঈদ করতে। এভাবেই প্রকৌশলী ও এসও এই কাজের তথ্য দিতে লুকোচুরি করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স