সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

উকিলপাড়ায় ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক পলাতক

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৪:৪৮ পূর্বাহ্ন
উকিলপাড়ায় ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক পলাতক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার একটি মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শহরের হাছননগর এলাকার বাসিন্দা ভিকটিমের চাচা গতকাল শুক্রবার সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনা জানাজানির পরই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হুজাইফা গা ঢাকা দিয়েছেন। তিনি সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা। অভিযোগ থেকে জানা যায়, উকিলপাড়াস্থ ওই আবাসিক মাদ্রাসায় হুজাইফা নামের শিক্ষক হোস্টেলের দায়িত্বে ছিলেন। গত জানুয়ারি থেকে শিক্ষক হুজাইফা দ্বারা শিশুছাত্র বলাৎকারের ঘটনা ঘটে আসছে। পবিত্র রমজান মাসের প্রথম থেকে বেশি শিশুর সাথে এই ঘটনা করেছেন শিক্ষক হুজাইফা। ওই সময় বলাৎকারের ঘটনার বিষয়ে মাদ্রাসা সুপার সালাহ উদ্দিনকে অবহিত করেন একজন অভিভাবক। এ সময় ওই অভিভাবককে ধমক দেন মাদ্রাসা সুপার। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ হলে শিশুরা বাসা-বাড়িতে আসে। এ সময় শিশুরা তাদেরকে বলাৎকারের ঘটনা জানায়। পরে এক অভিভাবক সুপার সালাহ উদ্দিনকে বিষয়টি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, বলাৎকারের ঘটনা বাড়ির মালিককে নিয়ে সমাধান হয়েছে। অপরদিকে, একটি ভিডিও ক্লিপে দেখা যায় অভিযুক্ত শিক্ষক হুজাইফা বলাৎকারের ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আর এমন ঘটনা করবেন না বলেও ভিডিওধারণকারীকে জানান। মাদ্রাসার সুপার সালাহ উদ্দিন বলেন, রমজানের আগে থেকে ওই শিক্ষক বলাৎকারের ঘটনা করে আসছে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, বলৎকারের ঘটনার বিষয়ে জেনেছি। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স