সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

যাদুকাটা বালুমহাল নিয়ে রিট দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৬:৫১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৬:৫৭:২৫ পূর্বাহ্ন
যাদুকাটা বালুমহাল নিয়ে রিট দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের যাদুকাটা নদীর দুটি বালুমহালের ইজারা কার্যক্রমের ওপর উচ্চ আদালতে করা রিট পিটিশন আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে ওই মহালে ইজারা কার্যক্রমের ওপর ছয় মাসের যে স্থগিতাদেশের দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ। এ নিয়ে আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। সেইসাথে ওই দুই মাসের মধ্যে মহাল থেকে সবধরনের বালু উত্তোলন বন্ধ রাখারও নির্দেশ দেন আদালত। আদালতের এমন রায়ের পর জেলার বৃহৎ বালুমহাল দুটি নতুন বাংলা সনের শুরুতেই ইজারা দেওয়া সম্ভব হবে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক রেজাউল হক এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রিট পিটিশনকারীর আইনজীবী এবি শওকত আলী।
তিনি জানান, যাদুকাটা নদীর দুটি বালুমহালের মালিকানা ভূমি মন্ত্রণালয় থেকে খনিজসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত সংক্রান্ত মূল রিট পিটিশনটি আগামী দুই মাসের সংশ্লিষ্ট আদালতে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। আর স্থগিতাদেশের ওপর ‘নো অর্ডার’ পাস হয়েছে। বাদীপক্ষে আরো ছিলেন অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট রুহুল কদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুল আলম ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুর রউফ। ওই রিট পিটিশনটি দায়ের করেছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার ছত্রিশ গ্রামের বাসিন্দা খোরশেদ আলম।
এদিকে, চলতি বছরের শুরুতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা প্রদানের নিমিত্তে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। অন্যদিকে, মহাল দুটি পাথরমিশ্রিত দাবি করে এগুলোর মালিকানা খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করে এগুলোর ইজারা কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন খোরশেদ আলম। জানা যায়, গেল ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক একেএম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের সমম্বয়ে গঠিত বেঞ্চে ওই রিটের শুনানি হয়। এ সময় দুটি বালুমহালের ইজারা কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন বেঞ্চ। এদিকে, দুটি বালু মহালের বিপরীতে দাখিলকৃত দরপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে সর্বোচ্চ দরদাতা নির্বাচন করে ফেলে জেলা প্রশাসন। যাদুকাটা-১ বালুমহালে ৩৩ কোটি টাকায় নাসির উদ্দিন এবং যাদুকাটা-২ বালুমহালের বিপরীতে ৪২ কোটি টাকা দিয়ে শাহ রুবেল আহমদ সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। আদালতের আদেশের ফলে এই কার্যক্রম এখন স্থগিত রয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আদালতের আদেশ সম্পর্কে এখনো আমরা অবগত হইনি। তবে আদালতে মূল রিটটি শুনানি হলে, আগে থেকেই আমাদের জবাব দেওয়া আছে। বাদবাকি সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার। আদালতের আদেশ অনুযায়ী যাদুকাটা নদীর দুটি বালু মহালের বিপরীতে সবধরণের ইজারা কার্যক্রম পরিচালনা থেকে প্রশাসন বিরত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল