সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:১৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:১৮:৩৭ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের দাফন সম্পন্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর বীরগাঁও গ্রামের দক্ষিণের মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, ৩০ মার্চ রবিবার সন্ধ্যায় ‘অপারেশন ডেভিলহান্ট’ পরিচালনা করে নিজ বাড়ি থেকে চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। জেলা হাজতে গুরুতর অসুস্থ হলে ৫ এপ্রিল শনিবার পুলিশি হেফাজতে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মস্তিষ্কের রক্তকরণে মঙ্গলবার সকালে মাথায় অস্ত্রোপচার করা হয়। এর একদিন পর বুধবার রাত ১০টা ২০ মিনিটের সময় তাঁর মৃত্যু হয়। প্রয়াত ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ, গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক সুয়েব আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমদ জুসেফ, সেক্রেটারি সুহেল আহমদ, বীরগাঁও দাখিল মাদ্রাসার সুপার জুবায়ের আল মাহমুদ, কবি ও সংগঠক আজমদ আহমদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার হাজারও মানুষজন। জানাজার নামাজের পূর্বে সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েসনের পক্ষ থেকে রিয়াজুল ইসলামের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এদিকে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স