সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

বজ্রপাতে দুই জন নিহত

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:২০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:২০:৫৯ অপরাহ্ন
বজ্রপাতে দুই জন নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: শান্তিগঞ্জ ও ছাতক উপজেলায় বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জমশেদ আলীর ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের চাচাতো ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশের মাঠে চড়ানো গরু আনতে যায় চাচাতো ভাই দেলোয়ার হোসেন। গরু নিয়ে ফেরার সময় হঠাৎ তার উপর বজ্রপাত পতিত হয়। এতে সে মাঠেই মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে আমাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন (৩২) নামে হাঁসের খামারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় গ্রামের পার্শ্ববর্তী হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের আব্দুস সালামের পুত্র। নিহতের স্বজন ভাতগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ জানান, আমির উদ্দিন একজন হাঁসের খামারি ছিলেন। তিনি হাঁসকে খাবার খাওয়াতে প্রতিদিন হাওরে যান। মঙ্গলবারও হাওরে হাঁস নিয়ে গিয়েছিলেন। বিকালে ঝড়ের কবলে পড়েন এবং আকস্মিক বজ্রাঘাতে মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মুখলেছুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স