স্টাফ রিপোর্টার ::
কৃষকদের কাছ বোরো ধান সংগ্রহ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মফিজুর রহমান, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, মিল মালিক সমিতির সভাপতি মো. জিয়াউল হক, সাংবাদিক পংকজ কান্তি দে প্রমুখ। সভায় বক্তারা বলেন, এবার ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা। তারা বলেন, প্রত্যেক প্রকৃত কৃষকের কাছ থেকে সর্বোচ্চ দেড় টন পরিমাণে ধান কেনা যাবে। এতে বেশি পরিমাণ কৃষকের ধান ক্রয় করা যাবে। এতে কৃষকেরা লাভবান হবেন। সর্বোচ্চ লাভ যেন কৃষকের হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
২৪ এপ্রিল বোরো ধান সংগ্রহ অভিযান শুরু
- আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:২০:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:৪৬:২৫ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ