জগন্নাথপুরে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
- আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতা সহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন আ.লীগ নেতা সাজাদ খান, উপজেলার অলইতলি গ্রামের রশিদ মিয়ার ছেলে আল আমিন ও আলাগদি গ্রামের শাহ আহমদ আলীর ছেলে শাহ আল মিনার।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আল আমিন ও পারিবারিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শাহ আল মিনারকে ২২ এপ্রিল মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগের দিন রাজনৈতিক মামলায় আ.লীগ নেতা সাজাদ খানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ