সুনামগঞ্জ , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপদ হবে কবে? গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করলেন দুই শিক্ষার্থী সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক হাওরের উন্নয়নে সঠিক পরিকল্পনা চাই: সালেহিন চৌধুরী শুভ ১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ

সাক্ষীরা অনুপস্থিত : কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫৬:১৭ পূর্বাহ্ন
সাক্ষীরা অনুপস্থিত : কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল
সিলেট প্রতিনিধি :: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষীরা অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সাক্ষীরা হাজির না হওয়ায় বিচারক স্বপন কুমার সরকার আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। মঙ্গলবার দুপুরে পৃথকভাবে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। তবে নির্ধারিত ১৪ জন সাক্ষীর কেউই আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্র জানায়, কিবরিয়া হত্যা মামলায় ৭ জন এবং সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবুল হোসেন বলেন, “সাক্ষীরা অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি। তবে মামলার জামিনে থাকা আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে হাজির হননি। তিনি সময় চেয়ে আবেদন করেছেন।” তবে কারাগারে থাকা অন্যান্য আসামিরা এবং জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছসহ মোট ১২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ওই ঘটনায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলীও প্রাণ হারান। আহত হন অন্তত ৭০ জন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। তদন্ত শেষে সিআইডি ২০০৫ সালে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে পুনঃতদন্তের মাধ্যমে ২০১১ সালে আসামির সংখ্যা বাড়িয়ে ২৬ জন এবং ২০১৪ সালের স¤পূরক অভিযোগপত্রে তা বেড়ে দাঁড়ায় ৩৫ জনে। বর্তমানে মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্য গ্রহণ স¤পন্ন হয়েছে। অন্যদিকে, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইবাজারে এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় যুবলীগের একজন কর্মী নিহত হন এবং আহত হন আরও ২৯ জন। সুরঞ্জিত সেনগুপ্ত অল্পের জন্য প্রাণে রক্ষা পান। মামলায় ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় ১২৩ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৫২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়ক নিরাপদ হবে কবে?

সড়ক নিরাপদ হবে কবে?