ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:৫৩:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:৫৩:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় ১৮ জন অসচ্ছল দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গত ২৩ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন।
রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ এবং ব্যাংক কর্মকর্তা মো. সানরিয়ার তাসনুভ।
ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায়, মানব সেবামূলক কাজগুলো অন্যান্য জেলার ন্যায় সুনামগঞ্জ জেলায়ও করা সম্ভব হচ্ছে।
এদিকে, রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড- ইসিএস)-এর ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ