সুনামগঞ্জ , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরে যাচ্ছে কানাইখালী নদী জেলায় উৎপাদন হবে ৩২০ কোটি টাকার বাদাম ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউইয়র্কের গোলামি করার জন্য নয় : মামুনুল হক আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১

উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৮:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৮:০০:৪৬ অপরাহ্ন
উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা এসব অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমন ভিত্তিহীন বক্তব্য শুধুমাত্র উপাচার্য নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করছে। মাননীয় উপাচার্য একজন খ্যাতিমান অধ্যাপক ও গবেষক, যিনি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা অভিযোগ করেন, এই ধরনের প্রচারণা বিশ্ববিদ্যালয় এবং উপাচার্যকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সুস্পষ্ট ষড়যন্ত্রের অংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা কঠোর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল-১ এর আবাসিক শিক্ষার্থীরাও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ‘মিথ্যা’ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। তারা জানান, শান্তিগঞ্জ থানার সন্নিকটে অবস্থিত ছাত্রী হলটি স¤পূর্ণ নিরাপদ এবং সেখানে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আমাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, উপাচার্যের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো স¤পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স