সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
দোয়ারাবাজারে কিশোরীকে ধর্ষণ

জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন সনদে বাবা হিসেবে দ-প্রাপ্তের নাম যুক্ত করার নির্দেশ

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৯:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৯:২০:৪৬ অপরাহ্ন
জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন সনদে বাবা হিসেবে দ-প্রাপ্তের নাম যুক্ত করার নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক ::
দোয়ারাবাজার উপজেলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
গত বৃহস্পতিবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। রায়ে ধর্ষণের ফলে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা হিসেবে দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম যুক্ত করে জন্মনিবন্ধন দিতে নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত মাহবুবের (৩৫) বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলায়। তিনি পলাতক। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. শামছুর রহমান। মামলার আরজিতে বলা হয়, ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী কিশোরী ও দন্ডপ্রাপ্ত মাহবুব প্রতিবেশী।
মেয়েটির বাবা ও মায়ের অনুপস্থিতিতে মাহবুব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। মেয়েটি ২০১৫ সালের ৬ জুন এক কন্যাসন্তানের জন্ম দেয়। তখন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রতিবেশী মাহবুব এবং তার মা-বাবাসহ অন্যদের জানান, মেয়েটির সঙ্গে এক প্রতিবেশীকে প্রায়ই মেলামেশা করতে দেখেছেন তারা। পরে গ্রামের লোকজন ওই নবজাতকের বাবা হিসেবে ওই ব্যক্তির নাম দিয়ে জন্মনিবন্ধন করানোর সিদ্ধান্ত দেন। কিন্তু মেয়েটি সুস্থ হওয়ার পর পরিবারকে জানায়, তাকে ওই ব্যক্তি নয়, ধর্ষণ করেছে মাহবুব। পরে মাহবুব ও তার পরিবার মেয়েটির উপযুক্ত বয়স হওয়ার পর মাহবুবের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবে বলে জানায়; কিন্তু কয়েক বছর যাওয়ার পর বিয়ের বিষয়টি অস্বীকার করেন মাহবুব।
এরপর ২০১৯ সালের ১৩ জুন মাহবুবের বিরুদ্ধে আদালতে মামলা করেন মেয়েরটির বাবা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার রায়ে উল্লেখ করা হয়েছে, জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে নির্যাতনের শিকার মেয়েটি।
রায়ে মেয়েটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবার নাম পরিবর্তন করে মাহবুবের নাম উল্লেখ করে নতুন জন্মনিবন্ধন সম্পন্ন করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যুনিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে। - প্রথম আলো

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল