সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৯:০০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৯:০০:৫১ অপরাহ্ন
দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজার টু কপলা ভায়া শ্রীপুরবাজার সড়কে সংষ্কার কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজার সড়কে শিক্ষানুরাগী মো. ওলিউর রহমান'র সভাপতিত্ব ও শানুর ওয়াদুদ সাগর তালুকদারের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কপলা টু দোয়ারাবাজার ভায়া শ্রীপুরবাজার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য ছিল। দোয়ারাবাজার থেকে কপলা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সংষ্কারে প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ হয়। গত কয়েক মাস ধরে সড়ক সংষ্কার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই সংষ্কার কাজে নানাভাবে অনিয়ম দুর্নীতি করে আসছে। প্রকাশ্যে নিম্নমানের কাজ করা হলেও এখানে দেখার কেউ নেই। বক্তারা আরও বলেন, সড়কে পাথর, বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং এলজিইডি কর্তৃপক্ষ তদারকি না করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। সভাপতির বক্তব্যে সমাজকর্মী ওলিউর রহমান বলেন, ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করে কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ দেওয়ার কথা। তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যেসব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পিচ দেওয়ার আগে যখন ইটের সুরকি দেওয়া হয় তখন রোলার মেশিন দিয়ে সমান করার কথা বলা হয়েছিল। কিন্তু রোলার দিয়ে সমান না করে পিচগালা করা হয়েছে। ফলে তিন কিলোমিটার কাজের হাতের টানে পিচ উঠে যাচ্ছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুরবাজার পরিবহন মালিক সমিতির সভাপতি আলী আফরান, স্বাস্থ্য পরিদর্শক রেদওয়ানুর রহমান, স্বাস্থ্যকর্মী লাল মিয়া, ব্যবসায়ী নুরুল গণি, মাওলানা আলাউদ্দিন রেদওয়ান, শুকুর আলী, এমদাদ হোসেন, আঙ্গুর আলম তানছিন, আক্কাস আলী, নাছির উদ্দীন, আক্তার হোসেন, সফর আলী, জুয়েল আহমদ, লালমিয়া, জমির আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স