সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে দুর্বৃত্তদের আগুন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:১৪:৪৭ অপরাহ্ন
রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে দুর্বৃত্তদের আগুন
প্রায় ৩০০ মণ ধান পুড়ে ছাই
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে গভীর রাতে কৃষক আব্দুল হান্নানের জমাকৃত ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অন্তত ৩০০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রণভূমি গ্রাম সংলগ্ন বরাম হাওরে এমন নির্মম ঘটনা ঘটে। রণভূমি গ্রামের কৃষক আব্দুল হান্নান তার সারা বছরের কষ্টের ধান হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন। তার ছেলে ছাদ উদ্দিন ও কালাশাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এবার ১২ কেয়ার জমিতে উচ্চ ফলনশীল ধান রোপণ করেছি, গতকাল ধান কেটে বরাম হাওরের পাড়ে ধানের মুঠের স্তূপ জমা করেছি মাড়াই দেওয়ার জন্য। আমরা দুই ভাই রাতে ধানের মাঠ পাহারা দিচ্ছিলাম।
গভীর রাতে কয়েকজন এসে পেছন থেকে আমাদের চোখ বেধে দিয়ে তারা ইচ্ছে মতো আমাদের ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয়। আমাদের চোখ বাঁধা থাকায় আমরা কাউকে দেখতে পারিনি। এতে আমাদের প্রায় ৩০০ মণ ধানের ক্ষতি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে টাকা ধার এনে জমি করেছিলাম। আমাদের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেলো। আমরা কেমন ধার শোধ করবো, কিভাবে আগামী বছর চলবো? আমার বাবাতো পাগলপ্রায়, বাবার অবস্থা ভালো নয়। তারা বলেন, আমাদের গ্রামে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে ঝগড়া আছে, প্রয়োজনে বিস্তারিত বলবো।

দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ধানের মুঠের স্তূপে আগুন লাগানোর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও এ এসপি মহোদয় সরেজমিনে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য