সুনামগঞ্জ , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নিরাপদ হবে কবে? গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করলেন দুই শিক্ষার্থী সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে সমালোচনা বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক হাওরের উন্নয়নে সঠিক পরিকল্পনা চাই: সালেহিন চৌধুরী শুভ ১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত ব্রিটিশ আমলে নির্মিত সাচনা বাজারের হাসপাতাল চালুর দাবি অদম্য মেধাবী অর্পা’র স্বপ্নযাত্রা কি থেমে যাবে? গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে : প্রধান উপদেষ্টা সাগরপথে ইউরোপে যান সবচেয়ে বেশি বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার হাওরে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ

সর্ষের ভেতরেই ভূত, আগে ভূতকে তাড়াতে হবে

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:৩০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:৩০:৫৫ পূর্বাহ্ন
সর্ষের ভেতরেই ভূত, আগে ভূতকে তাড়াতে হবে
‘দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনাও বিস্মিত হবেন : রিজভী’ উদ্ধৃতিচিহ্নাবদ্ধ বাক্যটি একটি সংবাদপ্রতিবেদেনের শিরোনাম। প্রতিবেদনের ভেতরে আর কী কী আছে পাঠ করার কোনও দরকার নেই। কারণ সেগুলো পুঁজিবাদী সমাজসাংস্থিতিক পরিসরে সম্পদ চুরি, লুটপাট কিংবা আত্মসাতের বিভিন্ন প্রকার-প্রকরণের বিবরণ ভিন্ন অন্য কীছু হবার কথা নয়। সেটা বর্তমান মুক্তবাজার অর্থনীতির ভেতরে একটি পচেগলে যাওয়া দুর্গন্ধময়তার পরিসরে মাছির মতো ভনভন করে ঘুরে বেড়ানো বয়ান। ‘দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্মিত হবেন’ বলে মনে হয় না। কারণ ভারতে চলে যাওয়ার আগে তিনি নিজেইে বলেছেন, তার বাড়ির কর্মচারি হাজার কোটি টাকার মালিক হয়ে হেলিকাপ্টারে ঘুরে বেড়ায়। অর্থাৎ আইন প্রয়োগের ব্যবস্থাপনা প্রভুভক্ত কুকুরের মতো কেবল লেজ নাড়িয়েই তৃপ্তি লাভ করেছে এবং প্রকারান্তরে প্রমাণ করেছে, রাজনীতি অর্থনীতির ঘনীভূত রূপ। চুরি, ডাকাতি, লুটপাটের অর্থনীতির ভেতরে রাজনীতিটা তাই হেনতেন প্রকারণে হয়ে উঠে পুরোপুরি আত্মসাৎনির্ভর, অর্থাৎ সম্পদ চুরি ও পাচার করার করার রাজনীতি। রাজনীতির এই পরিপ্রেক্ষিতে উপেদেষ্টা, উপদেষ্টার এপিএস, কিংবা তার পিয়ন-- সে তিনি যেই হান না কেন-- কেউই সর্বাস্তৃত আত্মসাতের প্রলয়ঙ্করী প্রভাব থেকে রেহাই পেতে পারেন না। বরং ‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ’ প্রবাদটি প্রতিপন্ন করতে পারঙ্গমতা প্রদর্শনে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অন্তত মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের আর্থরাজনীতিক বিকাশ তার মূর্তিমান দৃষ্টান্ত। অনেকেই এমন আছেন যারা এমন সব কা-কারখানা দেখে কখনওই অবাক হন না বরং নীরব থাকেন। কারণ তাঁরা মনে করেন, এই দেশে একটি কাঠামোগত সহিংসতার রাজনীতিক প্রকরণকে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে, সহজে তার বিরোধিতা করা যায় না এবং ক্ষেত্রবিশেষে এবংবিধ বিষয়ে সরবতা স্ববিপদ আমন্ত্রণে সহায়ক হয়ে উঠে। তাই মনে হয়, রিজভী বা ফরহাদ মযহার অথবা অন্য কেউ কেউ এসব আত্মসাৎ সংক্রান্ত রাজনীতি বিষয়ে উচ্চবাচ্য করবেন এবং সেটা চলতেই থাকবে যতোদিন না সম্পদ আত্মসাতের অর্থনীতির পরিসরে গড়ে উঠা চুরি করার রাজনীতি বন্ধ না হবে। এই চুরি করার রাজনীতি বন্ধ করতে হলে, অর্থনীতির আমূল সংস্কার চাই, যে সংস্কারটা হবে অর্থনীতির ভেতরে মানুষ কর্তৃক মানুষ শোষণের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে দ-য়মান হওয়া। তা হলেই শিক্ষা, স্বাস্থ্য খাত অথবা সংবিধান, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি সংস্কারের প্রয়োজন পড়বে না। বৈষম্যবিরোধী আন্দোলন করে বৈষম্য টিকিয়ে রাখার রাজনীতির ভেতরে নাক ডুবিয়ে রেখে-- উপদেষ্টা, প্রধানমন্ত্রী কিংবা তাদের এপিএস কিংবা পিয়ন যাই বলুন-- কাউকেই দুর্নীতি থেকে বিরত রাখ যাবে না। অর্থনীতি ও রাজনীতির প্রয়োগের মধ্য দিয়ে দুর্নীতিকে মানুষের একমাত্র বাঁচার অবলম্বন করে তোলে দুর্নীতি নির্মূলের প্রহসন করা যায় বটে, কিন্তু দমন করা যায় না। একেই বলে সর্ষের ভেতরে ভূত। তাই বলি, আগে এই সর্ষের ভেতরের ভূতকে তাড়াতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়ক নিরাপদ হবে কবে?

সড়ক নিরাপদ হবে কবে?