সুনামগঞ্জ স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন
- আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:০৪:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:০৪:১৫ অপরাহ্ন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থবছরের সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ সদর উপজেলা (অনূর্ধ্ব-১৫) বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ৩০ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহম্মদ রাজরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
এই ফুটবল প্রশিক্ষণের জন্য ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩টি ক্রীড়া ক্লাব হতে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়কে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ দেয়া হবে। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ