ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জনতা চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায়, দুঃস্থ রোগীদেরকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. সুব্রত রায়। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. তানজিম হাসান, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ম্যানেজার মিটন চৌধুরী।
জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সুব্রত রায় বলেন, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ-বাংলা ব্যাংক মানুষের কল্যাণে কাজ করে। তাই তাদের প্রতিযোগিতার জন্য আমাদের দুই হাত প্রসারিত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মিটন চৌধুরী বলেন, মানুষের সেবা করার জন্যই আমরা দৃষ্টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান, ব্যাংকিং জগতের আলোকিত মানুষ, ডাচ্-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি মহোদয়ের এই যুগান্তকারী অবদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ডাইরেক্টর ফাইন্যান্স শ্যামল চন্দ্র তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল।
বাছাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তির কৃত্রিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হয়েছ। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ২০ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৬৯ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপস্থিত সকল অতিথি ও স্থানীয় জনসাধারণ, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ