সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের

তাহিরপুরের মাহারাম নদী : নির্মাণাধীন ব্রিজের গোড়া থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:৩৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:৩৩:১৪ অপরাহ্ন
তাহিরপুরের মাহারাম নদী : নির্মাণাধীন ব্রিজের গোড়া থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার মাহারাম নদীতে নির্মাণাধীন ব্রিজের গোড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে এক ঠিকাদার। এই বালু উত্তোলন বন্ধের দাবিতে মঙ্গলবার সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কাছে ১ শত জনের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেয়া হয়েছে। এই স্মারকলিপি দেন মাহারাম গ্রামের শফিকুল ইসলাম ও সোহালা গ্রামের আবু সায়েম। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই কিছু লোক বিভিন্নভাবে এ নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অবিরাম চেষ্টা চালিয়েছে। সেসব বালুখোরদের বিরুদ্ধে এলাকার সচেতন জনসাধারণসহ রাজনৈতিক ব্যক্তিবর্গের নানামুখি প্রতিবাদে মাহারাম নদী হতে বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ থাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর মাহারাম নদীর পাশে অবস্থিত শিমুল বাগানের পাশ দিয়ে মানিগাঁও থেকে মাহারাম গ্রাম পর্যন্ত একটি ব্রিজ নির্মাণ শুরু হয়। এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান এলাকার চিহ্নিত কিছু বালুখোরের যোগসাজশে ব্রিজ যেখানে নির্মাণ করা হচ্ছে সেখান হতে এবং আশেপাশের এলাকা হতে অবৈধ ও অনিরাপদভাবে লাখ লাখ বর্গফুট বালু উত্তোলন করে চলেছে। যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। স্মারকলিপি তারা উল্লেখ করেন, মাহারাম নদী হতে বালু উত্তোলন করায় ব্রিজটি ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হবে এবং পাইলিং ভূমি থেকে বালু উত্তোলন স¤পূর্ণ নীতি বহির্ভূত এবং অবৈধ। পাশাপাশি শেভ/ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করা হচ্ছে। যা স¤পূর্ণ অবৈধ ও পরিবেশ বিধ্বংসী। অথচ তারা নির্মাণকাজের জন্য অন্যত্র হতে বালু সংগ্রহ করতে পারে। তারা উল্লেখ করেন, প্রতি রাতেই মাহারাম নদীর বালু উত্তোলন হয় চিহ্নিত বালুখোরদের ছত্রছায়ায়। যে কারণে আশেপাশের মানুষ বিপদাপন্ন অবস্থায় আছে। এভাবে বালু উত্তোলন করলে মাহারাম নদীর মুখ খুলে যাবে এবং আশেপাশের কৃষি জমি বিনষ্ট হবে। পাশাপাশি এলাকার বসতবাড়ি বিলীন হবে। এই নদীর অন্য প্রান্তে রয়েছে মাটিয়ান হাওর, মলিয়া হাওর ও টাঙ্গুয়ার হাওর। এই নদীর মুখ খুলে গেলে ওইসব হাওর বৈশাখে আগাম বন্যায় প্লাবিত হয়ে কৃষকের জমির ধান তলিয়ে যাবে। মাহারাম নদী হতে অযাচিতভাবে বালু উত্তোলন করলে উল্লেখিত হাওরের দিকে থাকা কয়েকশ গ্রাম বিপদাপন্ন হবে। হাওর এলাকার লোকজনসহ আশেপাশের গ্রামের লোকেরা সম্মিলিতভাবে হাওর রক্ষার্থে এ নদীর মুখে বাঁধ নির্মাণ করে ফসলরক্ষা করেছে। এভাবে কয়েক বছর থাকার ফলে নদীটি স্থায়ীভাবে বন্ধ থাকে এবং পরিবেশ ও প্রতিবেশ গড়ে উঠে। এখন নদীর মুখ খুলে গেলে সবকিছু প- হয়ে যাবে। লাখো মানুষ জীবন ও জীবিকা হারাবে। বালু উত্তোলন বন্ধ না করলে কোনমতেই নদীর মুখ বন্ধ রাখা যাবে না। নদীর মুখ বন্ধ না হলে মানুষ উপার্জন হারাবে, ঘর-বাড়ি হারাবে ও হাওর অকাল বন্যায় প্লাবিত হবে। পাশাপাশি নদী হতে হাওরে বালু প্রবেশ করবে এবং ফসলি জমি চিরতরে নষ্ট হয়ে যাবে। তারা মাহারাম নদীতে ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বালুখেকোদের দ্বারা মাহারাম নদী হতে বালু উত্তোলন করে পরিবেশ বিনষ্টকারী কর্মকা- বন্ধের দাবি জানান। স্থানীয় ইউপি সদস্য নোয়াজ আলী বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে আমি ইউএনও বরাবরে অভিযোগ করি। তখন ইউএনও মহোদয় সরেজমিন এসে নিষেধ করে গেছেন। অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হামীম ইন্টারন্যাশনালের ম্যানেজার আজিবুর রহমান বলেন, মাহারাম নদী থেকে বালু উত্তোলনের দায়ে স্থানীয় নোয়াজ আলী মেম্বার আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তখন ইউএনও মহোদয় এসে দেখে বালু ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেন, এই অভিযোগের প্রেক্ষিতে মাহারাম নদী থেকে বালু নিয়ে আসার পথে একটি বালু ভর্তি ট্রাক উপজেলা প্রশাসন আটক করেছে। মেসার্স হামীম ইন্টারন্যাশনালের ঠিকাদার রাশেদুজ্জামান পিটার এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ভাই ফোন রিসিভ করে বলেন, উনার সাথে দেখা হলে কথা বলার জন্য নাম্বার দিবেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম বলেন, পাইলিংয়ের বেইজ স্থাপন করতে গিয়ে যে বালু উত্তোলন হচ্ছে, তা নির্মাণ কাজে ব্যবহার না করার জন্য বলেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল