সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

মৌলভীবাজারে ডাকাতি : জগন্নাথপুরের দুই যুবকসহ গ্রেফতার ৭

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১১:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১১:৫৮:১১ অপরাহ্ন
মৌলভীবাজারে ডাকাতি : জগন্নাথপুরের দুই যুবকসহ গ্রেফতার ৭
সুনামকণ্ঠ ডেস্ক :: মৌলভীবাজারে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা, প্রাইভেটকার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সদর উজেলায় ডাকাতির ঘটনায় সদর মডেল থানায় করা মামলার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের মো. রায়হান মিয়া (২৫), একই গ্রামের মো. মনির মিয়া (৫৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), ওসমানীনগর উপজেলার অশোক কুমার দে (৪০), তোফায়েল আহমদ তোফা (৩৬), দিনেশ কর্মকার (৬৫) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের আফাজ মিয়া (৪৯)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে একদল ডাকাত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ছয় লাখ নয় হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন এমদাদ মোহাম্মদ সিরাজ। পুলিশ সুপার বলেন, মামলার পর তদন্ত করে ডাকাতিতে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম সুনামগঞ্জের জগন্নাথপুর, সিলেটের ওসমানীনগর এবং দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ডাকাতিতে ব্যবহৃত দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, গুলি, একটি কাটার, একটি শাবল, মুখোশ, চার ভরি স্বর্ণালঙ্কার, আট লাখ ছয় হাজার ৯৮২ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডাকাতির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স