সুনামগঞ্জ , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ বিএনপিতে ফাটল, ১৮ ইউনিটে পাল্টা কমিটি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার দুই যুগ আগের ঝুলে থাকা ১০ হাজার মামলা নিষ্পত্তি করবে হাইকোর্ট পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯১০০ মামলা বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি জগন্নাথপুরে রিংকনের মৃত্যু দুর্ঘটনা নয়, শ্বাসরোধে হত্যা : পিবিআই হাউসবোটে বিদ্যুতের চোরাই জোগান! নৈতিক শিক্ষা-ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না সীমান্তে জব্দকৃত ৯০টি ভারতীয় গরু গায়েব দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ভাড়াটিয়াদের আটকে রাখেন বাড়িওয়ালা, উদ্ধার করলো পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বিশাল সমাবেশ অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:২৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:২৮:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত
সুনামকণ্ঠ ডেস্ক :: ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে প্রতিবেশী দুই দেশে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংক নতুন করে নিয়ন্ত্রণবিধির মুখে পড়তে যাচ্ছে। ভারতের কেন্দ্র সরকার কোম্পানিটির পাকিস্তান ও বাংলাদেশে তাদের আসন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে ভারত। পেহেলগামে হামলার পর ভারত, পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিত, আত্তারি স্থল সীমান্ত বন্ধসহ বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে। জবাবে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করেছে। এমনকি কাশ্মীর সীমান্তে অস্ত্র সংবরণ সংক্রান্ত সিমলা চুক্তিও স্থগিতের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এই উত্তেজনার মধ্যে স্টারলিংকের আঞ্চলিক কার্যক্রম নিয়ে ভারত সরকারের উদ্বেগ বেড়েছে। ভারতের টেলিযোগাযোগ বিভাগের (ডিওটি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এখনো কিছু নিরাপত্তা উদ্বেগ রয়েছে। ভারতে কোনো কো¤পানিকে যোগাযোগ পরিষেবা দিতে হলে অনেকগুলো প্রযুক্তিগত জটিলতা পূরণ করতে হয়। একটি প্রধান উদ্বেগের কারণ হলো, পাকিস্তান গত মাসে স্টারলিংককে তাদের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে একটি অস্থায়ী নিবন্ধন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার আশা করছে, স্টারলিংক ২০২৫ সালের মধ্যে সেখানে কার্যক্রম শুরু করবে। এর বিপরীতে গত সপ্তাহেই বাংলাদেশ কর্তৃপক্ষ স্টারলিংককে প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে। কো¤পানিটি শিগগিরই বাংলাদেশে পরিষেবা চালু করার অনুমতি পেয়েছে। নিয়ন্ত্রণবিধি নিয়ে ২০২২ সালের নভেম্বর থেকে অনিশ্চয়তার মধ্যে থাকলেও, স্টারলিংক সম্প্রতি ভারতে আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত মাসে তারা টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলো ভারতীয় স্যাটেলাইট যোগাযোগ খাতে তাদের আনুষ্ঠানিক প্রবেশের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, নিয়ন্ত্রক সংস্থার এখনো সতর্কতা বজায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংক ব্যবহারকারীর ডেটা ভারতীয় সার্ভারে সংরক্ষণ করতে এবং অনুমোদিত ভারতীয় অঞ্চলের মধ্যে স্যাটেলাইট কভারেজ সীমাবদ্ধ করতে রাজি হলেও তারা এখনো আন্তর্জাতিক সীমানা বরাবর বাফার জোন তৈরি করা এবং রিয়েল-টাইম পর্যবেক্ষণব্যবস্থার মতো কঠোর শর্তগুলো আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি। ভারতীয় কর্মকর্তারা বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, স্টারলিংকের কাছে সরকারের সাম্প্রতিক জিজ্ঞাসাগুচ্ছ একটি নিয়মিত জাতীয় নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়ার অংশ এবং এর কারণে তাদের আবেদনের মূল্যায়ন প্রক্রিয়া বিলম্বিত না-ও হতে পারে। গত মাসে সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্যাটেলাইট ব্রডব্যান্ড স্পেস স¤পর্কে বলেন, ভারত সব কো¤পানিকে স্বাগত জানায়। তিনি ওয়ান ওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনসকে অনুমোদন দেওয়ার উদাহরণ দিয়ে একটি সবার জন্য সমান সুযোগের (লেভেল প্লেয়িং ফিল্ড) কথা উল্লেখ করেন। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। গত সপ্তাহে দুই নেতার মধ্যে একটি ফলোআপ ফোনালাপ হয়। এরপর ইলন মাস্ক এ বছর ভারত সফরের পরিকল্পনা ঘোষণা করেছেন। মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলাও ভারতের বাজারে প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স