সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

মহান মে দিবস উদযাপিত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৩৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৫৫:০২ পূর্বাহ্ন
মহান মে দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে।
ওইদিন সকাল ১০ টায় সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম।
সুনামগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মুর্শেদ আলম, বিএনপি নেতা তফাজ্জুল হোসেন, মমিনুল হক কালা চাঁন, রাকিবুল ইসলাম দিলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মুজিবুর রহমান, বাবলু মিয়া, বিপ্লব রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোসাদ্দেক আলী বাবলু, আব্দুল আউয়াল, নবীনুর মিয়া, হাফিজুর মিয়া, সুয়েব আহমদ, টিপু নিয়া, শফিক মিয়া, বিশ্বজিৎ, সনেট, নাইম, আতাউর, আলম, সুজন, আদিল, আবুল, রিকসা শ্রমিক নেতা মিন্টু মিয়া, শফিক, আব্দুল খালেক, আব্দুর রউফ, আব্দুর রহিম, আব্দুল আলীম, শাহানুর, আব্দুন নূর, জালাল মিয়া, আবু লেইস, শামছুন নূর, হুছন মিয়া, আজিজ মেম্বার প্রমুখ।
পরে একটি বিশাল র‌্যালি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেরেনূর আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।

ওইদিন হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা লিলু মিয়া, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, ব্যাটারি চালিত রিক্সা মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় নিজস্ব কার্যালয় থেকে র‌্যালি বের করে সংগঠনের সদস্যরা। পরে জেলা প্রশাসনের র‌্যালিতে অংশগ্রহণ করে এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সদস্য শহিদ মিয়ার নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও নারীনেত্রী আরতি তালুকদার, সদস্য পিন্টু তালুকদার, আফজাল হোসেন, চৈতালী তালুকদার, শিল্পী বেগম, আমির হোসেন, দোহা মিয়া, মুহির মিয়া, সামছুল আলম, শিরিন মিয়া, সোহেল আহমদ প্রমুখ।
অপরদিকে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ১৪০তম মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা হকার্স শ্রমিক সংঘের কর্মী ও নেতৃবৃন্দ, সুনামগঞ্জ ক্ষৌরকার সমিতির কর্মী ও নেতৃবৃন্দ, গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ।
সকাল ৯টায় জমায়েতস্থলে গণসংগীত পরিবেশন করেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলার শিল্পীবৃন্দ। এরপর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃত্বে লাল পতাকাসহ এক বর্ণাঢ্য র‌্যালি সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সৌরভ ভূষণ দেব, গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দিপ্তি সরকার, স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা রিকসা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের লিলু মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স