সুনামগঞ্জ , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরে যাচ্ছে কানাইখালী নদী জেলায় উৎপাদন হবে ৩২০ কোটি টাকার বাদাম ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউইয়র্কের গোলামি করার জন্য নয় : মামুনুল হক আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১

ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৪:৫১ পূর্বাহ্ন
ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়াকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার (৩ মে) ইউনিয়নের বালিছড়া গ্রামে ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জনপ্রিয় ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তারা অহেতুক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রতিবাদ সভায় বালিছড়া গ্রামের আব্দুল মতিন বলেন, ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়া আমাদের এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। তাঁর ব্যক্তি ইমেজের কারণেই তিনি বারবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে আসছেন। একশ্রেণির রাজনৈতিক প্রতিপক্ষ ফেসবুকে তার বিরুদ্ধে অহেতুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। এসবের কোনো সত্যতা নেই। আমরা এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নারী উদ্যোগক্তা সাফিয়া বেগম বলেছেন, যারা ওয়াদুদ মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা এলাকার চিহ্নিত মানুষ। অহেতুক তারা মানুষের পিছনে লেগে থাকে। তাদের কাছে এলাকার শান্তিপ্রিয় মানুষ নিরাপদ নয়। বিএনপি’র নাম ভাঙিয়ে এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বালিছড়া গ্রামের জয়নাল আবেদীন বলেন, একটি কুচক্রী মহল অহেতুক ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। এসবের কোন ভিত্তি নেই। যারা এসব করছে তারা সমাজের গুরুত্বপূর্ণ কেউ না। অহেতুক তারা ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন উকিল মিয়া, আছমা আক্তার, মরিয়ম আক্তার, ফাইজা আক্তার, জরিনা বেগম, আব্দুর রহমান, আতাউর রহমান, আব্দুল মতিন, ফিরোজ আহমদ, আব্দুল কাদির, আবুল কালাম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স