সুনামগঞ্জ , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে অনিয়ম পেলে ঠিকাদার-প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা : অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা মরে যাচ্ছে কানাইখালী নদী জেলায় উৎপাদন হবে ৩২০ কোটি টাকার বাদাম ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউইয়র্কের গোলামি করার জন্য নয় : মামুনুল হক আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১২:১১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১২:১১:৫১ পূর্বাহ্ন
ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানকে অপসারণের দাবিতে ‘সচেতন বিশ্বম্ভরপুর উপজেলাবাসী’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। ইউএনও মফিজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে রবিবার সকালে উপজেলার কারেন্টের বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে আসলে বাধা দেয় কিছু সংঘবব্ধ লোক। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তারা। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আন্দোলনকারীদের অভিযোগ- হামলাকারীরা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তারা ইউএনও’র পক্ষ নিয়ে মানববন্ধন বানচাল ও পরিস্থিতি অস্থিতিশীল করতে এই হামলা চালিয়েছে। এদিকে হামলার ভিডিও ধারণের সময় সাংবাদিকদের দিকে তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা। এছাড়া সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করে কিছু যুবক। আন্দোলনকারীরা বলেন, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। তিনি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চলাকালে ইউএনও তার সিন্ডিকেটের লোকদের দিয়ে হামলা করিয়েছেন। হামলাকারীদের বিচার ও ইউএনও মফিজুর রহমানের অপসারণে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে হামলার শিকার মো. শফিকুল ইসলাম নামের এক আন্দোলনকারী বলেন, ইউএনও মফিজুর রহমান এলাকার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। তিনি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাত করেছেন। আমরা এ ব্যাপারে দুদকে অভিযোগ করেছি। রবিবার দুপুরে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে উপজেলায় যাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে ইউএনও’র লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমিসহ আমাদের অন্তত ১২ জন আহত হয়েছে। ইউএনও যে কা- ঘটিয়েছেন তার জন্য তাকেসহ হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ না করলে আমরা তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। এদিকে হামলায় দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেয়া সোহাগ তালুকদার নিজেকে উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বলেন, আমরা এই মানববন্ধন ঠেকাতে আসছি। ইউএনও’র বিরুদ্ধে উপজেলায় এসে মানববন্ধন করবে তা আমরা মেনে নিতে পারবো না। আন্দোলনকারীরা আওয়ামী লীগের দোসর বলে জানান তিনি। তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, কিছু লোক আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ দিয়ে মানববন্ধন করেছে। এলাকাবাসী তা মানতে পারছে না। তাই সচেতন এলাকাবাসী তাদের মানববন্ধন প্রতিহত করেছে। তারা চায় আমি যেন এখানে থাকি। অপরদিকে মানববন্ধনে হামলার সাথে জড়িতদের বিচারের পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে বিকেলে সুনামগঞ্জ শহরে সংবাদ সম্মলেন করেছে ছাত্রজনতা। দ্রুততম সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইমন দ্দোজা, জেলা যুব অধিকার নেতা তিমন চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স